বার্লিন: সূচক বলে দিচ্ছে কড়া বাস্তব। বিশ্ব জোড়া দুর্নীতির তালিকায় দক্ষিণ এশিয়া বিভাগে ভারতের স্থান তৃতীয়। আর দুই দিকের দুই প্রতিবেশী পাকিস্তান ও বাংলাদেশ দুর্নীতির চোরা পাঁকে ডুবছেই।
জার্মানির ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) প্রকাশ করেছে দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২০ তালিকা। ১০০ এর মধ্যে ৪৩ স্কোরকে গড় বিবেচনা করা হয় তালিকায়।
বিবিসি জানাচ্ছে, দক্ষিণ এশিয়ায় তৃতীয় স্থানে রয়েছে ভারত। স্কোর ৪০। তালিকার ওপর থেকে দেশটির অবস্থান ৮৬তম। ২০১৯ সালের তুলনায় ভারতের অবস্থান ৬ ধাপ এগিয়েছে।
সূচক অনুযায়ী,দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের ঠিক আগেই পাকিস্তানের অবস্থান। দেশটি ২০১৯ সালের চাইতে এক ধাপ পিছিয়েছে। স্কোর ৩১। তালিকার ওপর থেকে দেশটির অবস্থান ১২৪ তম।
বাংলাদেশের স্কোর ২৬। দুর্নীতি সূচক ২০১৮ ও ২০১৯ এর তুলনায় অপরিবর্তিত। এছাড়া সর্বোচ্চ থেকে গণনা অনুযায়ী বাংলাদেশের অবস্থান ১৪৬তম। দক্ষিণ এশিয়ার ৮টি দেশের মধ্যে একমাত্র আফগানিস্তানই বাংলাদেশের চেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত।
এই অঞ্চলে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ভুটান। স্কোর ৬৮। ১৮০টি দেশের মধ্যে তালিকার ওপর থেকে এই দেশটির অবস্থান ২৪তম।
সূচক অনুসারে গতবারের মতো এবারও বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক এবং নিউজিল্যান্ড। দুটি দেশের স্কোর ৮৮। সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হল সাউথ সুদান এবং সোমালিয়া। দেশ দুটির স্কোর ১২।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.
কোনগুলো শিশু নির্যাতন এবং কিভাবে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো যায়। জানাচ্ছেন শিশু অধিকার বিশেষজ্ঞ সত্য গোপাল দে।