অমিতের কর্মসূচি নিয়ে জটিলতা তুঙ্গে, বাতিল হতে পারে বিদ্যাসাগরের বাড়ি যাওয়ার কর্মসূচি
অমিত শাহ রাজ্যে পা দেওয়ার আগেই শুরু হয়ে গিয়েছে তাঁর কর্মসূচি নিয়ে জটিলতা। বিদ্যাসাগরের বাড়ি যাওয়ার কথা রয়েছে অমিত শাহের। কিন্তু এখনও পূর্ত দফতরের অনুমতি মেলেনি। ফরে বিদ্যাসাগরের বাড়ি যাওয়ার কর্মসূচি বাতিল হতে পারে বলে মনে করা হচ্ছে। আগামিকাল রাতে কলকাতায় নামবেন অমিত শাহ। তার আগেই তৈরি হয়ে গিয়েছে জটিলতা।


রাজ্য সফরে অমিত শাহ
ফের রাজ্য সফরে আসছেন বিজেপির রাজ্য সভাপতি অমিত শাহ। আগামিকাল রাতে শহরে পা রাখবেন তিনি। রাত সাড়ে ১০টায় কলকাতায় নামার কথা অমিত শাহের। তার পরের দিন থেকেই শুরু হয়ে যাবে তাঁর কর্মসূচি। রবিবার বিকেল পর্যন্ত চলবে তাঁর কর্মসূচি। তার জন্য এখন থেকেই তোরজোর শুরু হয়ে গিয়েছে। বিজেপির পক্ষ থেকে এলাহি আয়োজন করা হয়েছে। একুশের ভোটকে সামনে রেখে একাধিক সভা করার কথা রয়েছে অমিত শাহের। থাকবে সাংগঠনিক বৈঠকও।

অমিত শাহের এক গুচ্ছ কর্মসূচি
শনিবার সকাল সাড়ে ১০টা থেকে শুরু হচ্ছে অমিত শাহের কর্মসূচি। ১০টা ৪৫ মিনিটে মায়াপুরে যাবেন অমিত শাহ। সেদিনই দুপুর ২টো ৪০ মিনিটে ঠাকুরনগরে সভা করবেন তিনি। এই সভাতে এনআরসি নিয়ে বার্তা দিতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এমনই মনে করছে রাজনৈিতক মহল। সেদিনই সন্ধে ৬টা ৪৫ মিনিটে সায়েন্স সিটিসে দলের সোশ্যাস মিডিয়ায় কর্মী সমর্থকদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। রবিবার ফের সকাল সাড়ে ১১টা থেকে শুরু হবে অমিত শাহের কর্মসূচি। প্রথমই তিনি যাবেন ভারত সেবাশ্রম সংঘে। দুপুর ১২টা ৪০ মিনিটে ডুমুরজলা স্টেডিয়ামে সভা করবেন অমিত শাহ। উলুবেড়িয়ায় মধ্যাহ্ন ভোজন করে দুপুর ৩টে ২০ মিনিটে বেলুড় মঠে যাওয়ার কথা রয়েছে তাঁর।

পূর্ত দফতরের অনুমতি মেলেনি
অমিত শাহের এই সফরে বিদ্যাসাগরের বাড়ি যাওয়ার কথা ছিল। তার জন্য পূর্ত দফতরের কাছে অনুমতি চাওয়া হয়েছিল কিন্তু এখনও পর্যন্ত পূর্ত দফতরের পক্ষ থেকে সেই অনুমতি মেলেনি। কাজেই এই কর্মসূচি বাতিল হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। প্রতিবারই রাজ্য সফরে এসে কোনও না কোনও মণীষির বাড়ি গিয়েছেন অমিত শাহ। শান্তিনিকেতন, স্বামী বিবেকানন্দের বাড়ি, শহিদ ক্ষুদিরামের বাড়িতেও গিয়েছেন অমিত শাহ। এবারে ছিল বিদ্যাসাগরের বাড়িতে যাওয়ার কর্মসূচি কিন্তু সেটা সম্ভবত সম্ভব হবে না বলেই মনে করা হচ্ছে।

অমিতের সভায় যোগদান
অমিত শাহের একাধিক সভায় তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের যোগদানের সম্ভবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। বেলুড়ের তৃণমূল কংগ্রেস বিধায়ক বৈশালী ডালমিয়া বিজেপিতে যোগ দিতে পারেন অমিত শাহের সভায়। আবার তালিকায় রয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রবীর ঘোষাল, অপরূপা পোদ্দারের মতো নেত্রীরাও।
ঘরে ঘরে স্কুটি দেবে বিজেপি, প্রত্যেক বাড়িতে হবে চাকরি, বর্ধমানের সভা থেকে ভোট প্রতিশ্রুতি সৌমিত্রর