আইসিসি মাসের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে কোন চার ভারতীয়?
নতুন অন্তর্ভূক্ত হওয়া আইসিসি মাসের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে সামিল রয়েছেন চার ভারতীয়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে টিম ইন্ডিয়ার ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া এই চার ক্রিকেটারের সাম্প্রতিক সাফল্যে মুগ্ধ হয়েছে বিশ্ব। প্রাক্তন ক্রিকেটার, ব্রডকাস্টারস এবং সাংবাদিকদের ভোটে মাসের সেরা ক্রিকেটারদের নির্বাচন করা হবে।

চার ভারতীয় ক্রিকেটার
যার ব্যাটে ভর করে ভারতের গাব্বা টেস্ট জয়, সেই ঋষভ পন্থকে আইসিসি মাসের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে রাখা হয়েছে। বর্ডার-গাভাসকর ট্রফিতে বল হাতে কেরামতি দেখানোর পাশাপাশি সিডনি টেস্টে ব্যাট হাতে কামাল করা রবিচন্দ্রণ অশ্বিন রয়েছে সেই তালিকায়। রয়েছেন মহম্মদ সিরাজ ও টি নটরাজনের মতো নবাগত ক্রিকেটাররা।

পন্থের পারফরম্যান্স
চলতি বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি টেস্ট খেলেছে ভারতীয় ক্রিকেট দল। সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে ৯৭ রানের ইনিংস খেলে ভারতকে ম্যাচ বাঁচাতে বড় ভূমিকা নিয়েছিলেন তরুণ উইকেটরক্ষক। গাব্বা টেস্টের চতুর্থ ইনিংসে ৮৯ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলেছিলেন পন্থ।

অশ্বিনের পারফরম্যান্স
সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে দুটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রণ অশ্বিন। আবার ওই টেস্টের চতুর্থ ইনিংসে ১২৮ বলে ৩৯ রানের লড়াকু, ধৈর্যশীল এবং ম্যাচ বাঁচানো ইনিংস খেলেছিলেন ভারতীয় স্পিনার। তবে চোটের কারণে গাব্বা টেস্ট খেলতে পারেননি অশ্বিন।

মহম্মদ সিরাজ
বর্ডার-গাভাসকর ট্রফি চলাকালীন চোট পাওয়া মহম্মদ শামির পরিবর্তে ভারতের প্রথম একাদশে সুযোগ পাওয়া মহম্মদ সিরাজ সিরিজে তিন ম্যাচ খেলে ১৩ উইকেট নিয়েছেন। জানুয়ারি মাসে হওয়া শেষ দুই টেস্টে মোট ৮ উইকেট নিয়েছেন ভারতীয় ফাস্ট বোলার। গাব্বা টেস্টের দ্বিতীয় ইনিংসে তিনি পাঁচ উইকেট নেন।

টি নটরাজন
২৯ বছর বয়সে ভারতীয় দলে ডাক পাওয়া টি নটরাজন ব্রিসবেন টেস্টে প্রথম একাদশে সুযোগ পান। ম্যাচের প্রথম ইনিংসে তিনি তিন উইকেট নেন। তাঁর পারফরম্যান্সে মুগ্ধ হয়েছে বিশ্ব।
আইপিএল ২০২১-এর নিলামের চূড়ান্ত দিন ঘোষণা, কবে- কোথায় হচ্ছে মিনি নিলাম