• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

আপাতত স্থগিত বাস ধর্মঘট, মুখ্যসচিবের হস্তক্ষেপে গলল বরফ

  • |

বৃহস্পতিবার হচ্ছে না বাস ধর্মঘট। সরকারের সঙ্গে আলোচনায় আপাতত স্থগিত হল ধর্মঘট। এই নিয়ে সরকারকে সময় দিতে চান বলে মত বাস মালিক সংগঠনগুলির। প্রসঙ্গত, পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও বাস ভাড়া বৃদ্ধির দাবিতে আগামী ২৮, ২৯ ও ৩০ জানুয়ারি টানা ৩ দিনের বাস ধর্মঘটের ডাক দিয়েছিল বাস মালিকদের ৫টি সংগঠনের যৌথমঞ্চ। সেই ধর্মঘটের জেরে আমজনতার ভোগান্তির আশঙ্কা ছিল। যা ঠেকাতে জনস্বার্থ মামলাও দায়ের হয় কলকাতা হাইকোর্টে।

বাস ধর্মঘট নিয়ে আজ বাস মালিকদের সাথে বৈঠকে মুখ্যসচিব, পরিবহন সচিব

আপাতত স্থগিত বাস ধর্মঘট, মুখ্যসচিবের হস্তক্ষেপে গলল বরফ

কিন্তু ধর্মঘট প্রত্যাহারের আর্জি জানিয়ে বুধবার সন্ধ্যা ৬টায় ময়দান টেন্টে বাস মালিক সংগঠনগুলির সঙ্গে আলোচনায় বসেন প্রাক্তন পরিবহণ সচিব তথা বর্তমান মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

জানা গিয়েছিল, সমস্যা মেটাতে বাস মালিক সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসতে চলেছেন খোদ রাজ্যের মুখ্যসচিব। রাজ্যবাসীকে চলতি মাসের শেষদিকে টানা ৩দিন বেসরকারি বাস ধর্মঘটের মুখে পড়তেই হতে পারে যদি না কলকাতা হাইকোর্ট কোনও আপাতকালীন রায় না দেয়।

মিনিবাস অপারেটার্স কো-অর্ডিনেশন কমিটি, জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট, ওয়েস্ট বেঙ্গল বাস অ্যান্ড মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন, বেঙ্গল বাস সিন্ডিকেট এবং ইন্টার অ্যান্ড ইন্ট্রা রিজিয়ন বাস ওনার্স অ্যাসোসিয়েশন লাগাতার ৩ দিনের এই বাস ধর্মঘটের ডাক দিয়েছিল। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেট্রোপণ্যের মূল্য। সেই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির সঙ্গে বাস ভাড়ার কোনও সামঞ্জস্যই নেই। তাঁদের দাবি তাই ন্যূনতম ভাড়া দ্বিগুণ না করলে আর পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না তাঁদের পক্ষে। অর্থাৎ বাসে পা রাখলেই যাত্রীদের গুণতে হবে ৭ টাকার পরিবর্তে ১৪টাকা। যদিও বাস মালিকদের এই দাবি প্রথম থেকেই মানতে নারাজ ছিল রাজ্য সরকার।

English summary
Bus strike postponed in Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X