আরও ২ ডিগ্রি কমল শহরের তাপমাত্রা , মাঘে পারদ পতন জারি থাকবে কতদিন জানাল আবহাওয়া দফতর
পরিষ্কার আকাশ। হু হু করে শহরে ঢুকছে উত্তুরে হাওয়া। জানুয়ারির শেষেও শীতের ব্যাটিং অব্যহত। ২৭ জানুয়ারি আরও ২ ডিগ্রি কমল শহরের তাপমাত্রা। জেলাতেও পারদ পতন অব্যহত। কনকনে ঠান্ডায় কাঁপছে বাংলা। এই শীতের দাপট বজায় থাকবে আরও কয়েকদিন। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের জেলা গুলিতে কুয়াশার দাপট বাড়বে। সকাল থেকেই কুয়াশার চাদরে মোড়া ছিল জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের একাধিক জেলা।

আরও ২ ডিগ্রি নামল তাপমাত্রা
জানুয়ারির শেষের দিকে এগোতে শুরু করেছে। তারপরেও সকালে হাড় কাঁপানো ঠান্ডাতেই চোখ খুললেন শহরবাসী। কুয়াশার দাপট তেমন ছিল না। পরিষ্কার আকাশের কারণেই তাপমাত্রার পারদ পতন আরও স্বচ্ছ হয়েছে। এক ধাক্কায় গতকালের থেকে ২ ডিগ্রি কমেছে তাপমাত্রা। কনকনে ঠান্ডায় কাঁপছে শহর। তাপমাত্রা আরও নামবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এখনই শীতের পারদ পতন থামবে না বলে জানিয়েছেন আবহাওয়া বিদরা।

উত্তুরে হাওয়ার দাপট
আগামী কয়েকদিন উত্তুরে হাওয়ার দাপট বাড়বে বঙ্গে। শহরেও বাড়বে হাওয়া। উত্তুরে হাওয়ায় ভর করেই মাঘের শেষ পর্যন্ত শীত রয়ে যাবে বলে প্রাথমিক ভাবে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আকাশ পরিষ্কার থাকায় উত্তুরে হাওয়া হু হু করে ঢুকছে। উত্তরবঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার পারদ কমতে শুরু করেছে। বুধবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ অনেকটাই নেমেছে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলির তাপমাত্রা কমেছে।

কুয়াশা বাড়বে উত্তরে
উত্তরবঙ্গের জেলা গুলিতে অবশ্য সকাল থেকে কুয়াশার দাপট বাড়বে। এমনই জানিয়েছে আবহাওয়া দফতর। যারকারণে স্যাঁতস্যাঁতে শীতের অনুভূতি বেশি থাকবে। জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর, মালদহে কুয়াশার দাপট বাড়তে শুরু করেছে। আগামী কয়েকদিন কুয়াশার এই দাপট বহাল থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরভারতে পারদ পতন
উত্তর ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রা অনেকটাই কমেছে। দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থানের একাধিক জায়গায় কুয়াশার দাপট থাকবে। একাধিক রাজ্যে তার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। ট্রেন চলাচলও ব্যহত হচ্ছে কুয়াশার জন্য। একাধিক দূরপাল্লার ট্রেন দেরিতে ছাড়ছে ঘন কুয়াশার কারণে।