কলকাতা: ২০ দিনের মাথায় ফের হাসপাতালে ভর্তি হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়৷ গ্রিন করিডর গড়ে তাঁকে নিয়ে আসা হয় বাইপাসের অ্যাপোলো হাসপাতালে৷ বৃহস্পতিবার অ্যাঞ্জিওগ্রাম সৌরভের, ফের তাকে দেখতে আসছেন হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি৷ এমনটাই সূত্রের খবর৷

বুধবার অ্যাপোলোয় নিয়ে আসার পর সৌরভ গঙ্গোপাধ্যায়ের লিপিড প্রোফাইল-সহ একাধিক রক্ত পরীক্ষা, ECG, ইকো-কার্ডিওগ্রাম করা হয়৷ বৃহস্পতিবার তাঁর অ্যাঞ্জিওগ্রাম করা হবে। সেই রিপোর্ট দেখার পরই পরবর্তী সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা৷

সৌরভ গঙ্গোপাধ্যায়ের ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবরে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁর ফ্যানেরা৷ পাশাপাশি উদ্বেগ ছড়িয়ে পড়ে রাজনৈতিক মহলেও। জানা গিয়েছে ইসিজি পরীক্ষায় কিছু সমস্যা ধরা পড়েছে। তবে সেটা তেমন গুরুতর ব্যাপার না বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ৷

উল্লেখ্য ২০ দিন আগে বাড়িতে জিম করার সময় মাথা ঘুরিয়ে ব্ল্যাক আউট হয়ে পড়েন সৌরভ গঙ্গোপাধ্যায়। তারপর সঙ্গে সঙ্গে তাকে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷ তখন উডল্যান্ডসে মহারাজকে দেখতে এসেছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি৷

সেই সময় তাঁর বুকে একটি স্টেন্ট বসানো হয়৷ বাকি দুটি ধমনীতে স্টেন্ট বসানো স্থগিত থাকে। সেই অবস্থাতেই তাঁকে বাড়িতে পাঠানো হয়। বলা হয়েছিল, কয়েকদিন বিশ্রামে থাকতে হবে। তবে খুব দ্রুত যে বাকি দুটি ধমনীতে স্টেন্ট বসাতে হবে সে বিষয়ে আলোচনা শুরু হয়। তবে ঠিক কবে স্টেন্ট বসানো হবে তা নিয়ে আলোচনা চলছিলই। কিন্তু এর মধ্যে ফের বুকে ব্যাথা অনুভব করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

উল্লেখ্য, ভারতীয় ক্রিকেটের মহারাজের অসুস্থতার খবর ছড়াতে বেশি সময় লাগেনি। প্রথম সারির বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় খবর পেয়েই ট্যুইট করে উদ্বেগ জানান। লেখেন, শ্রী সৌরভ গাঙ্গুলির আবার অসুস্থ হওয়ার খবর উদ্বেগজনক। যতটা খবর পেয়েছি, ওঁর বুকে ব্যথা হচ্ছে। ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই, দ্রুত উনি সুস্থ হোন, ভারতীয় ক্রিকেটকে অনেক উঁচুতে নিয়ে যান।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

কোনগুলো শিশু নির্যাতন এবং কিভাবে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো যায়। জানাচ্ছেন শিশু অধিকার বিশেষজ্ঞ সত্য গোপাল দে।