আইএসএলে নতুন ক্লাবের দায়িত্বে তাক লাগিয়ে দিচ্ছেন ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ
আইএসএলে নতুন ক্লাবের দায়িত্ব নিয়ে তাক লাগিয়ে দিচ্ছেন ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ খালিদ জামিল। ২০১৭ সালে আইজল এফসিকে আই লিগে চ্যাম্পিয়ন করেছিলেন এই জামিল। পরের বছর লাল-হলুদকে আই লিগে কোচিং করানোর অভিজ্ঞতা ছিল জামিলের। পরে অবশ্য তাঁকে ছেঁটে ফেলেছিল দল। সেই খালিদ জামিল এবার আইএসএল ২০২১তে নর্থ ইস্ট ইউনাইটেডের কোচ।

জেরার্ড নুসের পর সদ্য দুই ম্যাচ তিনি নর্থ ইস্টের দায়িত্ব নিয়েছেন। আর দায়িত্ব নেওয়ার পর দুই ম্যাচে দুই কঠিন দলকে হারালেন জামিল। খালিদ কোচ হওয়ার পর নর্থ ইস্ট এই নিয়ে জামশেদপুরের ও এটিকে মোহনবাগান দুই শক্তিশালী দলকে হারিয়ে দিল। জামিলের কোচিংয়ে প্রথম দুই ম্যাচেই নর্থ ইস্ট ২-১ গোলে জয় ছিনিয়ে নিল।
প্রসঙ্গত চলতি আইএসএলে বিদেশি কোচদের ভিড়। লিগে এবছর ১১ দল। এই ১১ দলেই শুরুতে বিদেশি কোচ ছিল। যার মধ্যে এই মুহূর্তে ২টি দলে ভারতীয় কোচ রয়েছে।
বেঙ্গালুরু এফসি টানা ৩ ম্যাচ হারার পর কার্লেস কুয়াদ্রাতকে ছেঁটে ফেলে। এরপরই সহকারী নৌসাদ মুসা দলের দায়িত্ব নিয়েছেন। অন্যদিকে পাহাড়ি দল নর্থ ইস্ট ইউনাইটেড জেরার্ড নুসকে ছেঁটে ফেলার পর আই লিগের চ্যাম্পিয়ন কোচ খালিদ জামিলের হাতে দলের দায়িত্ব তুলে দিয়েছে।
ভারতীয় কোচ হিসেবে মুসা বেঙ্গালুরুর হয়ে এখনও লিগে তাক লাগাতে পারেননি। কিন্তু ভারতীয় কোচ হিসেবে তাক লাগিয়ে দিলেন খালিদ। এমনিতেই আইএসএলে প্রতিবছরই বিদেশি কোচদের আধিক্য থাকে। সেখানে দাঁড়িয়ে ভারতীয় কোনও কোচ এভাবে মাত্র ২ ম্যাচ দায়িত্ব নিয়ে নর্থ ইস্টকে শক্তিশালী দুটি দলের বিরুদ্ধে জয় এনে দেওয়ার ভারতীয় ফুটবল ফ্যানরা স্বাভাবিকভাবেই দারুণ খুশি।