বিজেপির স্লোগানের বিজ্ঞাপন করেছেন মমতা! তৃণমূল সুপ্রিমোকে নিয়ে বিস্ফোরক আব্বাস সিদ্দিকি
রাজ্যে হিন্দু এবং মুসলিমদের মধ্যে বিভাজন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। যার জেরে মুসলিমদের ক্ষতি হয়েছে বেশি। এমনই বিস্ফোরক অভিযোগ পীরজাদা আব্বাস সিদ্দিকির (abbas siddiqui)। পাশাপাশি তাঁর অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির (bjp) স্লোগানের বিজ্ঞাপন করেছেন।
২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে সব থেকে কম মৃত্যু কলকাতায়! জেলাগুলিতেও স্বস্তিদায়ক পরিস্থিতি

সাম্প্রদায়িক দল তৃণমূল
তৃণমূলের মুসলিম ভোট কাটতেই তিনি দল তৈরি করেছেন, এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন আব্বাস সিদ্দিকি। তৃণমূলকে পাল্টা সাম্প্রদায়িক ও প্রতিশোধমূলক বলেও অভিযোগ করেছেন তিনি। আব্বাস সিদ্দিকির অভিযোগ, গত প্রায় ১০ বছরে তৃণমূল সরকার মুসলিম এবং দলিতদের শুধু বোকা বানিয়েছে। তাঁদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কিছুই করেনি বলে অভিযোগ করেছেন তিনি। রাজনৈতিক কারণেই তিনি মুসলিম সম্প্রদায়ের মধ্যে এমন একটা পরিস্থিতি তৈরি করেছেন, যেখানে মনে হচ্ছে তিনি তাদের জন্য অনেক কাজ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের তুষ্টিকরণের রাজনীতি রাজ্যে হিন্দু ও মুসলিমদের মধ্যে বিরোধ তৈরি করেছে বলেও অভিযোগ করেছেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজকেই বিজেপি কাজে লাগাচ্ছে। বিজেপি প্রচার করছে হিন্দুদের বঞ্চিত করে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের জন্য সবকিছু করছেন। এই ধারনা মুসলিমদের লাভের থেকে ক্ষতি করেছে বেশি। তাদের দল বিজেপির বি টিম, এই অভিযোগও উড়িয়ে দিয়েছেন তিনি। আব্বাস বলেছেন, ওয়েইসির দলের বিরুদ্ধে একই অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজেপির স্লোগানের বিজ্ঞাপন করেছেন মমতা
তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে সম্পর্ক তৈরি করেছেন ১৯৯৮ সালে। ২০০৬ পর্যন্ত তিনি বিজেপির সঙ্গে সম্পর্কে রেখে চলেছেন। তিনি কেন্দ্রে বিজেপি মন্ত্রিসভার সদস্যও ছিলেন। তিনিই প্রথম ২০০৫ সালে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের অভিযোগ তুলেছিলেন। যে অভিযোগ এখন তুলছে বিজেপি। ভিক্টোরিয়া মেমোরিয়ালে সুভাষচন্দ্র বসু জন্মবার্ষিকী অনুষ্ঠানে জয় শ্রারম স্লোগানের জেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ না দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টিকে উপেক্ষা করতে পারতেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ জানিয়ে বিজেপির স্লোগানের বিজ্ঞাপন করেছেন বলে অভিযোগ করেছেন তিনি।

মহাজোটে সাড়া দেয়নি তৃণমূল
সংবাদ মাধ্যমকে আব্বাস সিদ্দিকি জানিয়েছেন, তাদের তরফ থেকে বিজেপির বিরুদ্ধে তৃণমূলকে নিয়ে মহাজোট তৈরির করার ডাক দেওয়া হয়েছিল। কিন্তু তৃণমূল তাতে কোনও আমল দেয়নি। তাঁর অভিযোগ দল তৈরির কথা ঘোষণা করার পরে রাজ্য সরকার আইএসএফ সমর্থকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে। এর জবাব তারা পাবে, হুঁশিয়ারি দিয়েছেন আব্বাস সিদ্দিকি। তবে তিনি জানিয়েছেন, বাম-কংগ্রেস এবং মিম-এর সঙ্গে তাদের দলের জোট তৈরির সম্ভাবনা উজ্জ্বল। তিনি বলেছেন, এই মুহুর্তে তৃণমূল ও বিজেপিকে বাদ দিয়ে সবদলের দরজা খোলা রয়েছে তাদের সামনে।

মুসলিম ছাড়াও পিছড়ে বর্গের কাছেও আবেদন
আব্বাস সিদ্দিকি বলেছেন, তাঁরা শুধুমাত্র মুসলিমদের কাছেই নন, বিছড়েবর্গের মানুষজনের কাছেও, তাদেরকে ভোট দেওয়ার আহ্বান করছেন। তিনি বলেছেন, তৃণমূল যদি সংখ্যালঘুদের জন্য যদি কাজ করেই থাকে, তাহলে তাদের ভয় পাওয়া তো কোনও কারণ নেই।

কিং মেকার হবেন
দলগঠনের পর থেকেই আব্বাস সিদ্দিকি বাম-কংগ্রেসের সঙ্গে জোট তৈরির ব্যাপারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে বাম কংগ্রেসের তরফেও তাঁকে অসাম্প্রদায়িক বলেও মন্তব্য করা হয়েছে। তবে তিনি যদি মিম-এর সঙ্গে জোটে যান, তাহলে বাম-কংগ্রেসের সঙ্গে জোট হওয়ার সম্ভব নয় বলেও জানিয়েছে বাম-কংগ্রেস। অন্যদিকে আব্বাস সিদ্দিকি দাবি করেছেন, ভোটের ফল বেরনোর পরে তিনিই হবেন কিং মেকার।
