শীর্ষ স্থান ধরে রাখলেন বিরাট, দ্বিতীয় রোহিতই, প্রকাশিত আইসিসি ওয়ান ডে ক্রমতালিকা
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে ওয়ান ডে সিরিজ হারার পরেও আইসিসি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট অব্যাহত। অন্যদিকে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের সবকটি ম্যাচ জেতা বাংলাদেশের ক্রিকেটাররা তালিকায় বেশ খানিকটা ওপরে উঠেছেন। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

শীর্ষে বিরাট, দ্বিতীয় রোহিত
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ ২-১ ফলাফলে হেরে যায় ভারতীয় ক্রিকেট দল। ওই সিরিজে দুটি অর্ধশতরান আসে বিরাট কোহলির ব্যাট থেকে। তাতই তিনি আইসিসি-র সদ্য প্রকাশিত ওয়ান ডে ক্রমতালিকার পয়লা নম্বর স্থান ধরে রেখেছেন। বিরাটের রেটিং ৮৭০। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে ওয়ান ডে সিরিজ না খেলেও ক্রমতালিকার দ্বিতীয় স্থান ধরে রাখতে সক্ষম হয়েছেন রোহিত শর্মা। টিম ইন্ডিয়ার সহ অধিনায়কের রেটিং ৮৪২।

তালিকার কে কোথায়
৮৩৭ রেটিং নিয়ে আইসিসি-র সদ্য প্রকাশিত ওয়ান ডে ক্রমতালিকার তৃতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের বাবর আজম। চতুর্থ স্থানে থাকা নিউজিল্যান্ডের রস টেলরের রেটিং ৮১৮। ৭৯১ রেটিং নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

তৃতীয় স্থানে বুমরাহ, উঠলেন মেহেদী
আইসিসি-র সদ্য প্রকাশিত ওয়ান ডে ক্রম তালিকার বোলিং বিভাগের তৃতীয় স্থানে অবস্থান করছেন ভারতের জসপ্রীত বুমরাহ। তাঁর রেটিং ৭০০। ৭২২ রেটিং নিয়ে শীর্ষ স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। দ্বিতীয় স্থানে থাকা আফগানিস্তানের মুজিব উর রহমানের রেটিং ৭০৮। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স করা বাংলাদেশের মেহেদী হাসান ওয়ান ডে ক্রম তালিকার বোলিং বিভাগে অনেকটা পরে উঠে চার নম্বর স্থানে অবস্থান করছেন। তাঁর রেটিং ৬৯৪। পঞ্চম স্থানে থাকা ইংল্যান্ড ফাস্ট বোলার ক্রিস ওকসের রেটিং ৬৭৫।

একমাত্র জাদেজা
আইসিসি-র সদ্য প্রকাশিত ওয়ান ডে ক্রম তালিকার অল রাউন্ডার বিভাগে ভারতের হয়ে একাই লড়ছেন রবীন্দ্র জাদেজা। ২৫৩ রেটিং নিয়ে তালিকার অষ্টম স্থানে রয়েছেন জাড্ডু। ৪২০ রেটিং নিয়ে ক্রমতালিকার শীর্ষে রয়েছেন বাংলাদেশের শাকিব আল হাসান।

দ্বিতীয় স্থানে ভারত
১১৭ রেটিং ও ৬১০২ পয়েন্ট নিয়ে আইসিসি-র সদ্য প্রকাশিত ওয়ান ডে ক্রম তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে ভারতীয় ক্রিকেট দল। তালিকার প্রথম স্থানে থাকা ইংল্যান্ডের রেটিং ১২৩ এবং পয়েন্ট ৫৪০৫। তৃতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের রেটিং এবং পয়েন্ট যথাক্রমে ১১৬ ও ৩৭১৬।
ইংল্যান্ড ক্রিকেটারদের কোভিড ১৯ টেস্ট দিয়ে স্বাগত জানাল চেন্নাই! দোসর কোয়ারেন্টাইন!