• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

বৃহস্পতিবারই সৌরভের হৃদযন্ত্রে ফের বসছে স্টেন্ট, থাকবেন ডাক্তার দেবী শেঠি!

আর অপেক্ষা করতে চাইছেন না ডাক্তাররা। বৃহস্পতিবারই সৌরভ গঙ্গোপাধ্যায়ের হৃদযন্ত্রে ফের স্টেন্ট বসানো হবে বলে জানানো হয়েছে। প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠির উপস্থিতিতে বিসিসিআই সভাপতির শরীরে এই কার্যপদ্ধতি সম্পন্ন করা হবে বলে খবর। বুধবার এক বিবৃতি জারি করে এ কথা জানিয়েছে উডল্যান্ডস হাসপাতাল।

কলকাতাঃ ফের অসুস্থ সৌরভ, অ্যাপেলো হাসপাতালে নিয়ে যাওয়া হল সৌরভকে
কী জানিয়েছেন উডল্যান্ডস

কী জানিয়েছেন উডল্যান্ডস

দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতালের তরফে জানানো হয়েছে, কোনও ঝুঁকি না নিয়ে বৃহস্পতিবারই সৌরভ গঙ্গোপাধ্যায়ের হৃদযন্ত্রে ফের স্টেন্ট বসানো হবে। প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবী শেঠির উপস্থিতিতে চিকিৎসক আফতাব খান এই অস্ত্রোপচার করবেন বলে জানানো হয়েছে। এই প্রক্রিয়ায় সপ্তর্ষি বসু এবং সরোজ মন্ডলের মতো কলকাতার নামী শল্য চিকিৎসকরাও অংশ নেবেন বলে উডল্যান্ডস হাসপাতালের তরফে জানানো হয়েছে।

পূর্ববর্তী অ্যাঞ্জিওপ্ল্যাস্টি করেছিলেন যে ডাক্তাররা

পূর্ববর্তী অ্যাঞ্জিওপ্ল্যাস্টি করেছিলেন যে ডাক্তাররা

উল্লেখ্য গত ২ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই সময় বিসিসিআই সভাপতির একটি ধমনীতে স্টেন্ট বসানো হয়েছিল। ডাক্তার আফতাব খানের তত্ত্বাবধানেই সেই অস্ত্রোপচার সংঘটিত হয়েছিল। উডল্যান্ডস হাসপাতালে সৌরভকে নিয়ে তৈরি হওয়া মেডিক্যাল বোর্ডের সদস্য ছিলেন সপ্তর্ষি বসু ও সরোজ মন্ডলের মতো ডাক্তাররা। সেই তাঁদের ওপরই মহারাজের হৃদযন্ত্রে ফের স্টেন্ট বসানোর দায়িত্ব দেওয়া হয়েছে।

অ্যাপোলোতে ভর্তি সৌরভ

অ্যাপোলোতে ভর্তি সৌরভ

মঙ্গলবার রাত এবং বুধবার সকালে ফের বুকে ব্যাথা অনুভব করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁকে তৎক্ষণাৎ অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। বিসিসিআই সভাপতির শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল হলেও, তাঁর হৃদযন্ত্রে আরও সেন্ট বসানো জরুরি বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে।

ধোঁয়াশা অব্যাহত

ধোঁয়াশা অব্যাহত

বৃহস্পতিবার অ্যাপোলো হাসপাতালেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের হৃদযন্ত্রে স্টেন্ট বসানো হবে নাকি তাঁকে উডল্যান্ডসে আনা হবে, তা অবশ্য স্পষ্ট নয়। মহারাজের শরীরে একলপ্তে দুটি স্টেন্টই বসানো হবে কিনা, সে ব্যাপারেও কিছু জানায়নি উডল্যান্ডস কর্তৃপক্ষ।

English summary
BCCI president Sourav Ganguly will undergo stenting on thursday in presence of Dr Debi Shetty
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X