লালকেল্লা কাণ্ডে দোষী কে? দায় স্বীকার একদা 'বিজেপি পন্থী' অভিনেতা দীপ সিধুর!
লালকেল্লায় হিংসা ছড়ানোর অভিযোগ উঠেছে পাঞ্জাবি অভিনেতা দীপ সিধুর বিরুদ্ধে৷ অভিযোগ তুলেছেন কৃষক নেতারা৷ এরপরই জাতীয় পতাকার জন্যে নির্দিষ্ট করা স্থানে শিখ ধর্মীয় নিশান ওড়ানোর ঘটনার দায় স্বীকার করেন অভিনেতা দীপ সিধু। তবে এর সঙ্গে তাঁর দাবি, একা একজনের পক্ষে কীভাবে এত বড় অভিযান চালানো সম্ভব।

ট্রাক্টর মিছিলকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয় দিল্লি
সাধারণতন্ত্র দিবসে কৃষকদের ট্রাক্টর মিছিলকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয় দিল্লি৷ এদিকে লালকেল্লায় নিশান সাহিবের পতাকা লাগানোর সময় ফেসবুক লাইভ করেন দীপ সিধু৷ ইতিমধ্যেই ওই ভিডিও ভাইরাল হয়েছে৷ ভিডিওতে পঞ্জাবি ভাষায় তাঁকে বলতে শোনা যায়, 'প্রতিবাদের অধিকারের জন্য লালকেল্লায় এই নিশান সাহিব ফ্ল্যাগ লাগাচ্ছি৷'

দীপ সিধুর বিজেপি যোগ
শোনা গিয়েছিল, এই দীপ সিধু নাকি গুরদাসপুরের সাংসদ এবং অভিনেতা সানি দেওলের ঘনিষ্ঠ৷ কিন্তু লালকেল্লার ঘটনার পর সানি দেওল স্পষ্ট জানিয়ে দিলেন, দীপ সিধুর সঙ্গে তাঁর এবং তাঁর পরিবারের কোনও সম্পর্ক নেই৷ লালকেল্লার ঘটনায় দুঃখপ্রকাশ করে টুইট করেন বিজেপি সাংসদ সানি দেওল৷ পাশাপাশি দীপ সিধুর সঙ্গে যে তাঁর কোনও সম্পর্ক নেই তাও স্পষ্ট করে দেন৷ তিনি লেখেন, "লালকেল্লায় যা হল তা দেখে আমি খুব দুঃখিত৷ এর আগে 6 ডিসেম্বর টুইটারের মাধ্যমে আমি স্পষ্ট করে দিয়েছিলাম যে আমার পরিবারের সঙ্গে দীপ সিধুর কোনও সম্পর্ক নেই৷ জয় হিন্দ৷'

সোমবার রাতে মঞ্চে উঠে উসকানিমূলক বক্তব্য রেখেছিলেন সিধু
২০১৯ সালে সানি দেওলের ইলেকশন ইনচার্জ ছিলেন সিধু৷ কিন্তু গতবছরের ডিসেম্বর থেকে সিধুর সঙ্গে দূরত্ব তৈরি হয় অভিনেতার৷ এমনকী কৃষক ইউনিয়নগুলিও সিধুকে ব্যান করেছিল৷ সংযুক্ত কিষান মোর্চাও সিধুর থেকে দূরত্ব তৈরি করেছে৷ এবং তাঁর বিরুদ্ধে লালকেল্লার হিংসায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ এনেছে৷ তাদের অভিযোগ, সোমবার রাতে মঞ্চে উঠে উসকানিমূলক বক্তব্য রেখেছিলেন সিধু৷

শিখ ফর জাস্টিস মামলায় দীপ সিধুকে তলব করেছিল এনআইএ
শিখ ফর জাস্টিস মামলায় গত সপ্তাহে দীপ সিধুকে সমন পাঠিয়েছিল এনআইএ৷ সাধারণতন্ত্র দিবসে যাঁরা লালকেল্লায় প্রবেশ করেছিলেন তাঁদের সঙ্গেই ছিলেন ওই অভিনেতা৷ শতাধিক কৃষক ট্রাক্টর, মোটরসাইকেল, গাড়ি নিয়ে লালকেল্লায় প্রবেশ করে৷ এরপর লালকেল্লার চূড়ায় টাঙিয়ে দেওয়া হয় নিশান সাহিব পতাকা৷ এটি শিখ সম্প্রদায়ের ধর্মীয় পতাকা৷ সঙ্গে কৃষক সংগঠনের একটি ঝান্ডাও লাগানো হয়৷