প্রজাতন্ত্র দিবসের ঘটনার পর ১ ফেব্রুয়ারির কর্মসূচি নিয়ে পিছু হটল কৃষক সংগঠনগুলি
প্রজাতন্ত্র দিবসের দিন লালকেল্লার মাথায় উঠেছিল এক 'অন্য পাতাকা'। গোটা দিল্লি জুড়ে তাণ্ডব শুরু হয়েছিল বি৭োভকারীদের। এদিকে, ততক্ষণে কৃষক সংগঠনগুলি আগামী জানিয়ে রেখেছিল যে ২৬ জানুয়ারির ট্র্যাক্টর ব়্যালির পর তাঁরা বাজেট পেশের দিন ১ ফেব্রুয়ারি সংসদে যাত্রা করবে। এবা ১ ফেব্রুয়ারির কর্মসূচি বাতিল ঘোষণা করল সংগঠনগুলি।


এদিকে, এক সাংবাদিক সম্মেলনে দিল্লি পুলিশ সাফ জানিয়েছে যে , ২৬ জানুায়রির ঘটনার জন্য দায়ী কৃষকরা। পুলিশের তরফে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে, কৃষকরা ওই বিক্ষোভের অংশ ছিলেন। আর অভিযুক্তদের কোনও মতেই রেয়াত করা হবে না। অন্যদিকে, ভারতীয় কৃষক ইউনিয়নের নেতা বলবীর রাজেওয়াল জানিয়েছেন যে ফেব্রুয়ারি ১ তারিখে তাঁদর সমস্ত কর্মসূচি বাতিল। তাঁর সংসদের দিকে পদযাত্রা করবেন না।
সংগঠনের তরফে বলবীর রাজেওয়াল জানিয়েছেন, সরকারের ষড়যন্ত্রের শিকার হয়েছেন বিক্ষোভকারীরা।কৃষকদের আ্ন্দোলনের ৯৯.৯ শতাংশ সদস্য শান্তিপূর্ণ ছিলেন। তাঁদের দাবি গোটা ঘটনার নেপথ্যে রয়েছে বড় ষড়যন্ত্র। তবে আপাতত তাঁরা ১ ফেব্রুয়ারির কর্মসূচি বাতিল রাখছেন।