রাজীবের তৃণমূল ছাড়া স্রেফ সময়ের অপেক্ষা! একুশে চ্যালেঞ্জে ‘ভবিষ্যতে’র বার্তা
রাজীব বন্দ্যোপাধ্যায় প্রজাতন্ত্র দিবসের সকালেই জল্পনা বাড়ালেন তৃণমূল কংগ্রেস ছাড়ার। একুশের নির্বাচনের আগে রাজীব বন্যোস পাধ্যায় মন্ত্রিত্ব ছেড়েছেন। এবার তিনি তাৎপর্যপূর্ণভাবে তৃণমূলে থেকেই তৃণমূলের চ্যালেঞ্জ গ্রহণ করলেন। তাঁর এই চ্যালেঞ্জেই লুকিয়ে রয়েছে ভবিষ্যতের বার্তা। তিনি যে তৃণমূল ছেড়ে দিতে পারেন, তার আভাস রয়েছে এই চ্যালেঞ্জ গ্রহণে।

তৃণমূলের চ্যালেঞ্জের প্রত্যুত্তরেই রাজীবের কড়া সিদ্ধান্ত
রাজীব বন্দ্যোপাধ্যায় এখনও দল ছাড়েননি। তিনি শুধু মন্ত্রিত্ব ত্যাগ করেছেন। তারপর থেকেই তাঁকে নিশানা করা হচ্ছে। তৃণমূল কংগ্রেস নেতাদের তরফে এমনই সব তোপ দাগা হচ্ছে তিনি যেন তৃণমূল ছেড়ে দিয়েছেন। তাঁর বিজেপি বা অন্য দলে যোগদান পাকা হয়ে গিয়েছে। তাঁকে চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল, তার প্রত্যুত্তরেই রাজীব নিয়েছেন কড়া সিদ্ধান্ত।

রাজীব জল্পনার পারদ চড়িয়ে দিলেন কড়া সিদ্ধান্তে
রাজীব মন্ত্রিত্ব ছেড়েছেন, এবার তৃণমূলও ছাড়তে পারেন, তাই তৃণমূল কড়া বিবৃতি দিয়েছিল। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাঁকে চ্যালেঞ্জ দিয়েছিলেন, রাজীব যেন পালিয়ে না যান, যেন ডোমজুড় কেন্দ্র থেকেই ভোটে লড়েন। শ্রীরামপুরের মধ্যেই পড়ে ডোমজুড়। এবার ডোমজুড় থেকে লড়ার চ্যালেঞ্জ গ্রহণ করে রাজীব জল্পনার পারদ চড়িয়ে দিলেন।

ডোমজুড়েই দাঁড়াব! তৃণমূল ছাড়া সময়ের অপেক্ষা রাজীবের
রাজীবের দলত্যাগ তবে কি সময়ের অপেক্ষা মাত্র। তাঁর কথায়, আগামী দিনে ডোমজুড়ের মানুষ বুঝিয়ে দেবেন, কে তাঁদের পরিবারের সদস্য আর কে বাইরের লোক। আমার সঙ্গে মানুষের যা সম্পর্ক তাতে আমি ডোমজুড়ের বাইরে বাংলার কোথাও দাঁড়াব না। আমি ডোমজুড়েই দাঁড়াব। রাজীবের এই বার্তায় পর রাজনৈতিক মহল মনে করছে, তৃণমূল ছাড়া তাঁর সময়ের অপেক্ষা।

যে কোনও পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত রাজীব
রাজীব সাফ জানিয়ে দিলেন, যে দলেই থাকি না কেন ডোমজুড় কেন্দ্র থেকেই আমি ভোটে লড়ব। বিজেপিতে যাচ্ছেন কি না, তা এখনও স্পষ্ট করেননি ডোমজুড়ের বিধায়ক। তবে তিনি স্পষ্ট করে দিলেন তিনি ডোমজুড় থেকেই ভোটে লড়বেন। এবং দেখিয়ে দেবেন ডোমজুড়ের মানুষের সঙ্গে তাঁর আত্মার সম্পর্ক। ডোমজুড় থেকে লড়ার চ্যালেঞ্জ গ্রহণ করে রাজীব কার্যত বুঝিয়ে দিলেন তিনি প্রস্তুত যে কোনও পরিস্থিতির মোকাবিলায়।

হাওড়ায় বিজেপির যোগদান মেলায় কি তৃণমূলে ভাঙন
অমিত শাহের হাওড়ার সভায় বড় চমকের অপেক্ষা করে আছে বলে মত রাজনৈতিক মহলের। সম্প্রতি জল্পনা চলছে, জানুয়ারির শেষে অমিত শাহের হাওড়ার সভায় তিনি যোগদান করতে পারেন। হাওড়ায় বিজেপি বিশাল যোগদান মেলা করতে চলেছে, তার আগে হাওড়ায় যেভাবে ফাটল ধরা পড়েছে তৃণমূলে, তাতে আরও বড় ভাঙনের সম্ভাবনা রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে এদিন সে ব্যাপারে কোনও কিছু স্পষ্ট করেননি রাজীব।