আইএসএল ২০২০-২১ : দুর্দান্ত নর্থইস্টের কাছে এটিকে মোহনবাগান শক্তির হার, খেলার ফল ২-১
আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে হেরে মাঠ ছাড়তে হল এটিকে মোহনাবাগানকে। খেলার ফল ২-১। হারলেও ১৩ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানেই রয়ে গেল সবুজ-মেরুন। এই জয়ের ফলে ১৩ ম্যাচ খেলে ১৮ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে নর্থইস্ট ইউনাইটেড।


জিততে মরিয়া দুই দলই ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষের রক্ষণভাগে আক্রমণের বন্যা বইয়ে দেয়। রয় কৃষ্ণ ও ডেভিড উইলিয়ামসকে সামনে রেখে ৪-৪-২ ছকে দল সাজিয়ে দুই দিক থেকে প্রবীর দাস ও জাভি হার্নান্ডেজকে দিয়ে প্রেস করাতে থাকেন আন্টোনিও লোপেজ হাবাস। মাঝমাঠে থেকে বেশ কয়েকটি দুর্দান্ত পাস বাড়ান কার্ল ম্যাকহাঘ ও প্রণয় হালদার। ফলে বেশ কয়েকবার গোলের কাছে পৌঁছেও খালি হাতে ফিরে আসতে হয় এটিকে মোহনবাগানকে।
অন্যদিকে এদিনের ম্যাচে ৪-৩-৩ ছকে সাজিয়েছে নর্থইস্ট ইউনাইটেড। প্রথমার্ধে মূলত প্রতি-আক্রমণ নির্ভর ফুটবল খেলে লুইস মাচাদোরা। এটিকে মোহনবাগান ডিফেন্সের খামতির সুযোগ নিয়ে বেশ কয়েকবার গোলের কাছে পৌঁছে যায় অভিনেতা জন আব্রাহামের দলও। তা সত্ত্বেও ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য অবস্থাতেই শেষ হয়।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণে ঝাঁঝ বাড়ায় নর্থইস্ট ইউনাইটেড। এটিকে মোহনবাগানের গোলমুখে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকেন লুইস মাচাদো, ব্রাউনরা। প্রতিপক্ষের লাগাতার আক্রমণ সামাল দিতে নাজেহাল হয়ে যায় সবুজ-মেরুন। ম্যাচের ৬০ মিনিটে এটিকে মোহনবাগানের মাঝমাঠের ভুলকে কাজে লাগিয়ে গোল দেন নর্থইস্টের ফরোয়ার্ড মাচাদো।
এক গোলে পিছিয়ে পড়ে খেলায় গতি বাড়িয়ে দেয় এটিকে মোহনবাগান। প্রতিপক্ষের গোলমুখে লাগাতার আক্রমণ তুলে আনতে থাকেন মনবীর সিংরা। ৭২ মিনিটে কার্ল ম্যাকহাঘের দুর্দান্ত থ্রু থেকে গোল দিয়ে সবুজ-মেরুনের হয়ে সমতা ফেরান রয় কৃষ্ণ। টুর্নামেন্টে এটি ফিজিয়ান স্ট্রাইকারের সপ্তম গোল। এর পরের ১০ মিনিট খেলা পুরোপুরি এটিকে মোহনবাগানের দখলে চলে যায়। বেশ কয়েকবার গোলের কাছেও পৌঁছে যান রয় কৃষ্ণরা।
৮১ মিনিটের মাথায় খেলার গতির বিপরীতে ভেসে দুর্দান্ত সুযোগ পেয়ে যায় নর্থইস্ট ইউনাইটেড। গোল দিতে ভুল করেননি গালোগা। ম্যাচে ফিরে আসার মরিয়া চেষ্টা করেও আর গোল শোধ দিতে পারেনি এটিকে মোহনবাগান। যদিও ম্যাচে ৬০ শতাংশ বলের নিয়ন্ত্রণ সবুজ-মেরুনের কাছেই থাকে।