আকাশ চিরে মিগ, জাগুয়ার নিয়ে রাফালের 'একলব্য' ফরমেশন ! প্রজাতন্ত্র দিবসের চোখ ধাঁধানো অধ্যায়
প্রজাতন্ত্র দিবসে দিল্লি এদিন প্রথমবার দেখল আকাশের বুকে রাফালের ম্যাজিক! ফ্রান্স থেকে আগত এই যুদ্ধবিমান আপাতত ভারতীয় সেনার পোস্টার বয়। আর সেই রাফালে দিল্লির আকাশ চিড়ে নতুন আঁকিবুঁকি কাটতেই তা নজর কেড়েছে সকলের।
|
দিল্লির আকাশে 'একলব্য' ফরমেশন
দিল্লির আকাশের বুক চিরে এগিয়ে রাফালের ধামাকা দেখলে দেশ! প্রজাতন্ত্র দিবসের সকালে দিল্লির নীল আকাশে দুই জাগুয়ার ও ২ টি মিগ-২৯ নিয়ে রাফালের একটি ফরমেশন দেখা যায়। আর সেই ফরমেশনের নাম একলব্য।
|
রাফালের ভাার্টিক্যাল চার্লি
এদিকে, রাফালে একাই দিল্লির আকাশে 'ভার্টিক্যাল চার্লি' র চমক দেখিয়েছে। ৯০০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতি নিয়ে রাফালের এই নজর কাড়া দৃশ্য তৈরি করেন শৌর্য চক্রধারী গ্রুপ ক্যাপ্টেন হরিকান্ত সিং।
|
ঝড় তুলল রুদ্র
রাফালে ছাড়াও এদিন দিল্লির আকাশে ঝড় তুলেছে বায়ুসেনার রুদ্র ফরমেশন। যার মধ্যে রয়েছে বায়ুসেনার ডাকোটা হেলিকপ্টার। ডাকোটা কাশ্মীরে অই মুহূর্তে ভারতীয় সেনার অন্যতম শক্তি।
|
ত্রিনেত্র, ত্রিশূলে মুগ্ধ দেশ!
এদিকে আকাশের বপকে ত্রিশূল থেকে ত্রিনেত্র এঁকে দেশকে মুগ্ধ করেছে সুখোই ৩০ এমকেআই। ভারতীয় বায়ুসেনার ১৫ স্কোার্ডার্নের কমন্ডার গ্রুপ ক্যাপ্টেন একে মিশ্র এি নেতৃত্বে ছিলেন।