প্রজাতন্ত্র দিবসের দিন বড়সড় বিতর্কে জড়িয়ে গেল এটিকে মোহনবাগান
আজ দেশজুড়ে পালিত হচ্ছে ৭২ তম প্রজাতন্ত্র দিবস। রাজধানী দিল্লির রাজপথ থেকে কলকাতার রেড রোডে কুচকাওয়াজ ও ট্যাবলোর প্রদর্শনে মধ্যে দিয়ে ভারতের বিশেষ এই দিনটি উদযাপন করা হয়েছে। সোশ্যাল মিডিয়াতেও দেশবাসী প্রজাতন্ত্র দিবসের দিনটি উৎযাপন করছেন। ক্রিকেট থেকে ফুটবল, খেলার দুনিয়ায় বিভিন্ন সংস্থা, বিভিন্ন খেলোয়াড়রাও আজ সোশ্যাল মিডিয়ায় টুইট করে দেশবাসীকে শুভেচ্ছা জানাচ্ছেন। আর এখানেই বড়সড় ভুল করে তাল কাটল আইএসএলে খেলা কলকাতার ফ্র্যাঞ্চাইজি।

ভুল করল এটিকে মোহনবাগান
দেশের প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে আইএসএলের প্রতিটি ফ্র্যাঞ্চাইজিই নিজেদের মত করে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মাধ্যমগুলিতে শুভেচ্ছাবার্তা জ্ঞাপন করেছে। একই ভাবে এটিকে মোহনবাগানও দেশবাসীকে ৭২ তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানায়। সেখানেই দেখা গিয়েছে, এটিকে মোহনবাগানের সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত টিম শিশুসুলভ ভুল করে বসেছে।

কী ভুল করল এটিকে মোহনবাগান
প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছায় এটিকে মোহনবাগান একটি গ্রাফিক্স তৈরি করে পোস্ট করেছে। যেখানে দেশবাসীর উদ্দেশে শুভেচ্ছা বার্তা পাঠানোর পিছনে ভারতীয় মানচিত্র রাখা হয়েছে। ব্যাকগ্রাউন্ডে অত্যন্ত হালকাভাবে দেশের মানচিত্র রাখা হয়েছে। সেই মানচিত্রে ভালো করে চোখ বোলালেই ভুলটি ধরা পড়ে।

কাশ্মীরের অংশ বিকৃত করে পোস্ট
শুভেচ্ছা পোস্টটি সচেতন ভাবে দেখলেই দেখা যাচ্ছে, ভারতের মানচিত্রে কাশ্মীরের অংশটি বিকৃত করা হয়েছে। দেশের প্রজাতন্ত্র দিবসের দিন এটিকে মোহনবাগানের মিডিয়া টিম কীভাবে এতবড় ভুল করল, সেই নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে।

ফ্যানেদের প্রতিক্রিয়া
এটিকে মোহনবাগানের অনেক ফ্যান টুইটটি রিপোস্ট করে ভুল ধরিয়ে দিয়েছেন। ফ্যানদের পক্ষ থেকে এটিকে-মোহনবাগানের মিডিয়া টিমকে ভুল সংশোধন করার আবেদন করেছে।

ব্লক করে দেওয়ার অভিযোগ
দলের মিডিয়া টিম অবশ্য ভুল শুধরে নেওয়ার বদলে, অভিযোগ করা সেই সব সমর্থকদের টুইটার থেকে ব্লক করে দেয় বলে অভিযোগ। সেই নিয়ে পাল্টা পোস্ট করে ফ্যানেদের অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। সব মিলিয়ে থার্ড কিট ইস্যু নিয়ে বিতর্কের মাঝেই এবার প্রজাতন্ত্র দিবসের দিন ভুল মানচিত্রের ছবি পোস্ট করে বড় বিতর্কে জড়িয়ে গেল এটিকে মোহনবাগান।

পরে পোস্ট পাল্টালো এটিকে মোহনবাগান
পরে সমর্থকদের চাপে পরে এটিকে মোহনবাগান প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছায় নতুন একটি পোস্ট করে। সেই পোস্টে আগের ভুল শুধরে নেওয়া হয়। এক্ষেত্রে ভারতের মানচিত্রটি সরিয়ে নেওয়া হয়েছে।
প্রজাতন্ত্র দিবসে দেশবাসীকে শুভেচ্ছা বিরাট-রাহানের, ভারত এগিয়ে যাক, বার্তা খেলার দুনিয়ার