প্রজাতন্ত্র দিবসে দেশবাসীকে শুভেচ্ছা বিরাট-রাহানের, ভারত এগিয়ে যাক, বার্তা খেলার দুনিয়ার
৭২ তম প্রজাতন্ত্র দিবসে দেশবাসীকে হার্দিক শুভেচ্ছা খেলার দুনিয়ার। এদিন সকালে বিরাট কোহলি থেকে অজিঙ্ক রাহানে সোশ্যাল মিডিয়ায় টুইট করে দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছাজ্ঞাপন করেন।
|
ভারত অধিনায়ক বিরাট কোহলি কী লিখলেন
ভারতের প্রজাতন্ত্র দিবসের বিশেষ এই দিনে বিরাট একটি বিশেষ টুইট করেছেন। সেই টুইটে ভারত অধিনায়ক লেখেন, 'আমাদের ভবিষ্যৎ আমাদেরই হাতে থাকে। আসুন সবাই মিলে দেশের শক্তি হয়ে উঠি। ভারতকে বিশ্বের দরবারে সবার উপরে নিয়ে যাওয়ায় আমরা একত্রে এগিয়ে আসি। দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। জয় হিন্দ।'
|
অজিঙ্ক রাহানে কী লিখছেন
চলতি মাসেই অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে হারিয়ে ফিরেছে ভারত। অধিনায়ক অজিঙ্ক রাহানের নেতৃত্বে ভারতীয় দল ২-১ ব্যবধানে টেস্ট জিতে সাফল্যের শিখর ছুঁয়েছে। রাহানে এদিন অজিভূমে ভারতের টেস্ট সিরিজ জয়ের মুহূর্তের ছবি পোস্ট করেন। ভারতীয় তেরঙ্গা ওড়ানোর মুহূর্তের ছবি পোস্ট করে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাহানে।
|
সাইনা নেহওয়াল কী লিখলেন
প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছায় ভারতীয় ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল টুইট করেছেন। টুইটে 'শুভ প্রজাতন্ত্র দিবস' লিখে সাইনা জয় হিন্দ লিখেছেন। প্রসঙ্গত ২০২১ সালে জাপানে অলিম্পিক আয়োজন হলে, ভারতীয়দের চোখ সাইনা নেহওয়ালের দিকে থাকতে চলেছে।
|
বাইচুং ভুটিয়া কী লিখলেন
ভারতের পতাকা হাতে ম্যাচ জয়ের সেলিব্রেশনের মুহূর্তে শেয়ার করেছেন বাইচুং ভুটিয়া। দেশের হয়ে ম্যাচ জয়ের স্মরণীয় মুহূর্ত শেয়ার করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক।
ভারতে আসার আগে ইংল্যান্ড অধিনায়ককে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী! সচিনের রেকর্ড ভাঙবেন রুট!