ইস্টবেঙ্গল বনাম ইনভেস্টার জট কাটাতে এবার আসরে নামছে এফএসডিএল
ইস্টবেঙ্গল বনাম ইনভেস্টর সংঘাত! ইনভেস্টর শ্রী সিমেন্টের ফাইনাল এগ্রিমেন্ট সইতে ইস্টবেঙ্গল ক্লাবকর্তাদের অনীহা নিয়ে বারেবারেই অভিযোগ উঠছে। ইনভেস্টর শ্রী সিমেন্ট যত দ্রুত সম্ভব এগ্রিমেন্টে কর্মকর্তাদের সই পেতে চায়। অন্যদিকে এগ্রিমেন্টের কিছু নিয়ম নিয়ে লাল-হলুদ কর্তারা রাজি নন। এতেই দুই পক্ষের মধ্য সমস্যা তৈরি।

জট কাটাতে এবার আসরে নামছে এফএসডিএল
আর সেই সমস্যার ধাক্কায় আগামী মরসুমের দলগঠন ও অন্যান্য কাজ এখন স্থগিত রয়েছে। ফলে আদৌতে ইস্টবেঙ্গলের ফুটবলই জোর ধাক্কা খাচ্ছে। এই পরিস্থিতিতেই এবার দুই পক্ষই আলোচনার মাধ্যমে সমস্যা মেটাতে আসরে রিলায়েন্স এবং এফএসডিএল।

চিঠি পাঠিয়েছে এফএসডিএল
জানা গিয়েছে ক্লাব বনাম ইনভেস্টরের এই ঝামেলা মেটাতে এফএসডিএল দুই পক্ষকে চিঠি দিয়েছে। শর্তগুলি মানার ক্ষেত্রে ইস্টবেঙ্গল ও ইনভেস্টার দুই পক্ষই যাতে নিজেদের মধ্য়ে আলোচনা করে নিয়ে সমস্যায় নিষ্পত্তি করে নিক, এমনটাই চাইছে এফএসডিএল।

বিনিয়োগকারী পাইয়ে দিয়ে বড় ভূমিকায় ছিল এফএসডিএলের
ইস্টবেঙ্গলকে বিনিয়োগকারী পাইয়ে দেওয়ার ক্ষেত্রে এফএসডিএল বড় ভূমিকায় ছিল। শ্রী সিমেন্টকে ইস্টবেঙ্গলে লগ্নির জন্যে এই এফএসডিএল কার্যকরী ভূমিকায় নেয়।

দুই পক্ষের বৈঠকে থাকতে পারে এফএসডিএল
এতেই শেষ মুহূর্তে চলতি মরসুমের আইএসএল খেলার বৃত্তে ঢুকে পড়ে ইস্টবেঙ্গল।এবার সমস্যার সমাধান করতে আগামী দিনে ইনভেস্টর ও ক্লাবের মধ্যের মেগা বৈঠকেও এফএসডিএল হাজির থাকতে পারে বলে খবর।
আইএসএল ২০২০-২১ : কার বুট থেকে সবচেয়ে বেশি গোল? কার দস্তানায় সর্বাধিক ক্লিনশিট?