• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

প্রবীরকে শোকজ তৃণমূলের! 'বিজেপির প্রস্তাব আসেনি' বার্তা দিয়ে পদত্যাগ নেতার

দলের কোর কমিটির সমস্ত পদ ছেড়ে দলের প্রতি একরাশ অভিমান ব্যক্ত করে এগিন খবরের শিরোনামে উঠে আসেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল। যে প্রবীর ঘোষালকে পুরশুরায় মমতার সভায় দেখা যায়নি। এসেছিল বহু বেসুরো বার্তা। এদিন তাঁর পদত্যাগের খবর আসার পরই তৃণমূলের তরফে তাঁকে শোকজদের খবরও আসে।

'আমাকে হারানোর চক্র তৈরি হয়েছে'

'আমাকে হারানোর চক্র তৈরি হয়েছে'

এদিন দলের জেলা স্তরের মুখপাত্র পদ থেকে ইস্তফা দেন প্রবীর ঘোষাল। কোর কমিটির পদগুলিও তিনি ছেড়েছেন। এরপরই তাঁর বক্তব্য ' এখনই দল ছাড়ছি না আমাকে হারানোর জন্য দলে একটি চক্র তৈরি হয়েছে।'

 বৈশালীর পর প্রবীরকে নিয়ে পদক্ষেপ ও প্রবীরের বার্তা

বৈশালীর পর প্রবীরকে নিয়ে পদক্ষেপ ও প্রবীরের বার্তা

প্রসঙ্গত, বৈশালী ডালমিয়ার পর প্রবীর ঘোষালকে নিয়ে পদক্ষেপ নিয়েছে তৃণমূল। এমন এক পরিস্থিতিতে প্রবীর ঘোষালের মুখে উঠে আসে বৈশালীর সুর। যার সূত্র ধরে তিনিও শুভেন্দু অধিকারীর প্রশংসা করেন।

 বিস্ফোরক প্রবীর

বিস্ফোরক প্রবীর

প্রবীর ঘোষাল এদিন বিস্ফোরক মন্তব্যে দাবি করেছেন যে দলের নেত্রী তথা মুখ্যমন্ত্রীর কথা কোনও নেতা শুনছেন না। এদিকে, প্রবীরবাবু ক্ষোভ উগড়ে হীরালাল কলেজের অনুষ্ঠানে তাঁর আমন্ত্রণ না পাওয়ার ঘটনা তুলে ধরেছেন।

 বিজেপি নিয়ে বার্তা

বিজেপি নিয়ে বার্তা

এদিন প্রবীর ঘোষাল সাফ জানিয়েছেন, বিজেপি থেকে তাঁর কাছে কোনও ডাক আসেনি। ফলে দল পরিবর্তনের কোনও ভাবনা তাঁর আপাতত সামনে নেই। তিনি বলেন, 'বিজেপিতে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিইনি।'

 মুখ্যমন্ত্রীর ফোন পেয়েছিলেন প্রবীর?

মুখ্যমন্ত্রীর ফোন পেয়েছিলেন প্রবীর?

দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে প্রবীর ঘোষাল যেমন বলেছেন যে তৃণমূলে কোনও ভালো লোক কাজ করতে পারবে না। তেমনই তিনি জানান যে 'লক্ষ্মীরতন শুক্লা যেদিন মন্তিত্ব থেকে পদত্যাগ করেছেন সেদিন মুখ্যমন্ত্রীর ফোন পেয়েছি। তাঁকে উত্তরপাড়ায় দলের মধ্যে যে সমস্যা হচ্ছে , তার কথা জানাই। তিনি আমাকে অন্য কেন্দ্রে লড়ার পরামর্শ দেন। কিন্তু আমি পরিষ্কার জানিয়েছি যে আমি এখানকার ভূমিপুত্র, ভোটে দাঁড়ালে এই কেন্দ্র থেকেই দাঁড়াব।'

পিকে দায়িত্ব নেওয়ার পরেও সমস্যা! দলীয় পদ ছেড়ে বিস্ফোরক তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল

English summary
Prabir Ghoshal expelled from party after his resignation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X