For Quick Alerts
For Daily Alerts
LIVE

LIVE প্রজাতন্ত্র দিবস ২০২১: করোনা আবহে কৃষক বিক্ষোভের মাঝে অনুষ্ঠানের সমস্ত আপডেট একনজরে
৭২তম প্রজাতন্ত্র দিবস পালন করছে ভারতবর্ষ। তবে এবছর কোভিড ১৯-এর জাঁতাকলে পড়ে অনেক কিছুই বিধিনিষেধের মধ্যে দিয়ে পালিত হচ্ছে। তার সঙ্গে রয়েছে দিল্লির বুকে বিক্ষুব্ধ কৃষকদের ট্রাক্টর ব়্যালি। ফলে সবমিলিয়ে এবছরের প্রজাতন্ত্র দিবস অন্য রূপে হাজির হচ্ছে, সন্দেহ নেই। অন্য বছরে যেখানে প্যারেড, কুচকাওয়াজ দেখতে সওয়া এক লাখ লোকের ভিড় হতো, এবার তা কমিয়ে ২৫ হাজার করে দেওয়া হয়েছে। এছাড়াও মোটরসাইকেলের স্টান্ট দেখানোও বন্ধ থাকছে। বীরত্বের পুরস্কার পাওয়া বালক-কিশোরদের প্যারেডও বন্ধ থাকছে। সবমিলিয়ে অন্যরকম এই প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান কেমন হচ্ছে, জেনে নিন একনজরে।
Newest First Oldest First