• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
LIVE

LIVE প্রজাতন্ত্র দিবস ২০২১: করোনা আবহে কৃষক বিক্ষোভের মাঝে অনুষ্ঠানের সমস্ত আপডেট একনজরে

৭২তম প্রজাতন্ত্র দিবস পালন করছে ভারতবর্ষ। তবে এবছর কোভিড ১৯-এর জাঁতাকলে পড়ে অনেক কিছুই বিধিনিষেধের মধ্যে দিয়ে পালিত হচ্ছে। তার সঙ্গে রয়েছে দিল্লির বুকে বিক্ষুব্ধ কৃষকদের ট্রাক্টর ব়্যালি। ফলে সবমিলিয়ে এবছরের প্রজাতন্ত্র দিবস অন্য রূপে হাজির হচ্ছে, সন্দেহ নেই। অন্য বছরে যেখানে প্যারেড, কুচকাওয়াজ দেখতে সওয়া এক লাখ লোকের ভিড় হতো, এবার তা কমিয়ে ২৫ হাজার করে দেওয়া হয়েছে। এছাড়াও মোটরসাইকেলের স্টান্ট দেখানোও বন্ধ থাকছে। বীরত্বের পুরস্কার পাওয়া বালক-কিশোরদের প্যারেডও বন্ধ থাকছে। সবমিলিয়ে অন্যরকম এই প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান কেমন হচ্ছে, জেনে নিন একনজরে।

অনুষ্ঠানের সমস্ত আপডেট একনজরে

Newest First Oldest First
1:23 AM, 26 Jan
প্রজাতন্ত্র দিবসে ভারতীয় বায়ুসেনাকে সম্মাননা জানাতে নতু ইমোজি আনল টুইটার।
1:23 AM, 26 Jan
সকাল ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মূল অনুষ্ঠান হতে চলেছে দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের।
1:18 AM, 26 Jan
সিঙ্ঘু, টিকরি ও গাজিপুর সীমান্ত থেকে কৃষকেরা ট্রাক্টর ব়্যালি করবে বলে ঠিক হয়েছে।
1:17 AM, 26 Jan
প্রধানমন্ত্রী বাল পুরস্কার পাবে এবছর ৩২জন বালক ও কিশোর।
1:16 AM, 26 Jan
কোভিডের জন্য এবছর কোনও বিদেশি অতিথি প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নিতে আসেননি।
1:15 AM, 26 Jan
কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পাওয়া লাদাখের ট্যাবলো এবছর প্রথমবার প্রজাতন্ত্র দিবসে অংশগ্রহণ করবে।
1:15 AM, 26 Jan
এবছর মোট ৩২টি ট্যাবলো অংশ নেবে। তার মধ্যে ১৭টি হল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের। ৯টি হল বিভিন্ন মন্ত্রকের। এহং ৬টি হল সেনার বিভিন্ন দলের।
1:13 AM, 26 Jan
বিভিন্ন রাজ্যের প্রতিটি ট্যাবলোয় অংশ নেওয়া ব্যক্তিদের কোভিড পরীক্ষা করা হয়েছে।
1:12 AM, 26 Jan
মার্চ পাস্টে অংশ নেওয়া দলের সংখ্যা এবছর কমিয়ে ১৪৪ থেকে ৯৬ করে দেওয়া হয়েছে।

English summary
Republic Day 2021: 72nd Year Celebration Live Updates in Bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X