২৯ তারিখ এফসি গোয়া ম্যাচে ইস্টবেঙ্গলের জার্সিতে খেলবেন কি সুব্রত পাল?
দীর্ঘ ১২ বছর পর ফের ইস্টবেঙ্গল ক্লাবের জার্সি গায়ে চাপালেন সুব্রত পাল। ভারতীয় ফুটবলের স্পাইডারম্যান নামে পরিচিত সুব্রত পালকে সোয়াপ ডিলে দলে নিয়েছে এসসি ইস্টবেঙ্গল। গোলকিপার শংকর রায়কে হায়দরাবাদে দিয়ে তাদের থেকে সুব্রতকে নিয়েছে লাল-হুলদ ক্লাব।

সুব্রত শেষবার কত সালে লাল-হলুদ জার্সি গায়ে চাপান
সুব্রত পাল সেই ২০০৭-০৯ মরসুমে শেষবার লাল-হলুদ জার্সি গায়ে চাপিয়ে ছিলেন। এবার দীর্ঘ ১২ বছর পর আবার ইস্টবেঙ্গলে ফিরলেন তিনি। রবিবার সন্ধেবেলার দিকে লাল-হলুদে সই করবেন মিষ্টু।

কত মরসুমের চুক্তি
আপতত আইএসএলে খেলা এসসি ইস্টবেঙ্গলের সঙ্গে সুব্রত-র এই মরসুমের শেষ পর্যন্ত চুক্তি হয়েছে। চলতি আইএসএলে তাঁর পারফরম্যান্স দেখেই আগামী মরসুমের ব্যাপারে কর্তারা সিদ্ধান্ত নেবেন।

২৯ তারিখ এফসি গোয়া ম্যাচে খেলবেন সুব্রত?
সোমবার হায়দ্রাবাদ এফসির জৈব সুরক্ষা বলয় ছেড়ে সুব্রত লাল-হলুদের হোটেলে ওঠেন। বর্ষীয়ান এই গোলকিপারের শারীরিক নানা পরীক্ষাও হয়। ফলে সোমবার মাঠে নামেননি তিনি। তবে মঙ্গলবার সুব্রত মাঠে নামেন বলে জানা গিয়েছে।

তবে সুব্রত-র জায়গা পাওয়া কঠিন
এসসি ইস্টবেঙ্গলে যোগ দিলেও, গোলের নীচে তাঁর জায়গা হওয়া কঠিন। চলতি মরসুমে এসসি ইস্টবেঙ্গলের জার্সি গায়ে চাপিয়ে বঙ্গসন্তান দেবজিৎ মজুমদার স্বপ্নের ফর্মে রয়েছেন। প্রতি ম্যাচেই তিনি দলের ত্রাতা হয়ে উঠেছেন দেবজিৎ। ইতিমধ্যে ক্লাবের হয়ে দেবজিৎ ৪০-এর বেশি সেভ করেছেন। দেবজিৎ দুরন্ত ফর্মে থাকায় তাই সুব্রতর প্রথম একাদশে জায়গা করে নেওয়া কঠিন।

চলতি আইএসএলে সুব্রত কটি ম্যাচ খেলেছেন
প্রসঙ্গত চলতি আইএসএলে ৩৪ বছর বয়সী সুব্রত পাল মাত্র ৬টা ম্যাচ খেলছেন। এই ছয় ম্যাচের মধ্য়ে তিনি দুটো ম্যাচে গোল হজম করেননি। পরবর্তী সময়ে হাঁটুর চোটের কারণে তাঁকে দলের বাইরে যেত হয়। এরপর সুব্রত ফিট হয়ে ফিরলেও তেকাঠিতে প্রত্যবর্তনের সুযোগ পাননি।
প্রজাতন্ত্র দিবসের দিন বড়সড় বিতর্কে জড়িয়ে গেল এটিকে মোহনবাগান