প্রজাতন্ত্র দিবসে ট্র্যাক্টর ব়্যালি ঘিরে উত্তজেনার পারদ চড়ছে! টিকরি সীমান্তে ভাঙা হল ব্যারিকেড
দিল্লি সীমান্তে প্রজাতন্ত্র দিবসের দিন কৃষকরা যে ট্র্যাক্টর ব়্যালি করবেনই তা আগে থেকেই নিশ্চিত ছিল। দিল্লি পুলিশ ৩৬ টি শর্তে এই মিছিলের অনুমতি দিয়েছে। এদিকে সকাল হতেই দেখা যায় টিকরি সীমান্তে ব্যারিকেড ভাঙতে শুরু করেছেন কৃষকরা। ফলে উত্তেজনার পারদ চড়তে থাকে।

এদিকে, শুধু প্রজাতন্ত্র দিবসেই নয়, ফেব্রুয়ারি ১ এ ট্র্যাক্টর ব়্যালি নিয়ে সংসদভবন যাত্রার পরিকল্পনায় রয়েছেন কৃষকরা। এদিকে আজকের ঘটনা নিয়ে দিল্লি পুলিশের কাছে যা খবর তাতে জানা গিয়েছে যে সম্ভবত ৩০ হাজার জন কৃষক এই ব়্যালিতে অংশ নেবেন। অন্যদিকে, কৃষকদের দাবি যে তাঁরা ২ লাখের বেশি ট্র্যাক্টর নিয়ে ময়দানে নামছেন। এদিকে, এদিন কৃষকদের ট্র্যাক্টর ব়্যালি সিংঘু সীমান্ত থেকে ঢুকে পড়েছে দিল্লির বুকে। আর তা ঢুকতেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
এর আগে পুলিশের দেওয়া শর্ত অনুযায়ী, ৩ টি রুটে কৃষকরা এই মার্চ শুরু করছেন। আর সেই রুট হল টিকরি, সিংঘু গাজিপুর সীমান্ত। এইদিকে দুটি সীমান্তে ব্যারিকেড ভেঙে এদিন দিল্লির বুকে কৃষকরা ঢুকে পড়েন। এরপর গাজিপুর সীমান্তের দিকে তাকিয়ে রয়েছে দেশ। প্রসঙ্গত, কৃষকদের এই কর্মসূচি ঘিরে গোটা দিল্লি জুড়ে কড়া নিরাপত্তা রয়েছে।