#বুথ-কর্মীদের সমর্থনে আজ সভা, ওরা দলের সম্পদ
#কাজের মাধ্যমে নেতা তৈরি হয়
#হুগলি জেলা নিয়ে বাংলা গর্ব-বোধ করে
#গাছ থেকে পড়ে নেতা তৈরি হয় না
#হুগলিতে প্রচুর উন্নয়নের কাজ হয়েছে
#করোনার জন্য ১ বছর উন্নয়নের কাজে অসুবিধা হয়েছে
#আগে দেখতাম বন্যায় খানাকুল, পুরশুড়ার মানুষ ভেসে গেছে, কেউ খবর রাখেনি
#বন্যা রোধে এখন অনেক কাজ হচ্ছে
#২-৩ বছরের মধ্যে বন্যা-রোধে ব্যবস্থা
#আগে রাস্তা-ঘাট ছিল না
#৯ লক্ষ ছেলেয়েমেকে ট্যাব দেওয়া হয়েছে
#প্রত্যেক পরিবারকে বিনা-পয়সায় ৫ লক্ষ টাকার চিকিৎসার সুযোগ
#স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা না করলে থানায় জানান
#সবাইকে স্বাস্থ্যসাথীর স্মার্টকার্ড
#স্মার্টকার্ড না পেলে অস্থায়ী কার্ড দেওয়া হবে
#গরিব পরিবারের মেয়েদের বিয়েতে রূপশ্রী প্রকল্প
#রেশন জুন মাস পর্যন্ত রেশন ফ্রি করা হয়েছে
#তৃণমূল সরকার ফ্রিতে রেশন দিয়ে যাবে
#তৃণমূল প্রতিশ্রুতি পালন করে
#চোরগুলো যাচ্ছে, লোভী-ভোগীরা বিজেপিতে যাচ্ছে
#যারা যারা লাইন দিয়ে আছেন, তারাও তাড়াতাড়ি চলে যান
#অনেক টাকা করেছে, সেই টাকা রাখতে বিজেপিতে যাচ্ছে
#তৃণমূলে আর এসো না তোমাদের আর নেব না
#তৃণমূলে টিকিট পাবে না জেনে দলবদল করছে
#ইচোর-এঁচোড়রা পালিয়ে যাও, তোমাদের চাই না
#প্রধানমন্ত্রীর সামনে বসে আমায় টিস করছে
#নেতাজির জন্মদিনের অনুষ্ঠানে আমায় টিজ করেছে
#নেতাজির নাম করলে স্যালুট জানাতাম
#নেতাজিকে অপমান করেছ তোমরা
#সিপিএম, কংগ্রেসের সমর্থনে বিজেপি এসেছে
#হরে কৃষ্ণ, হরে হরে তৃণমূল ঘরে-ঘরে
#হরে কৃষ্ণ, হরে রাম, বিদায় হবে বিজেপি বাম
#আমরাই আছি, আমরা থাকব
#যারা লাইন দিয়ে আছেন, তারা চলে যান
#ভোটের আগে টাকা দিতে আসবে বিজেপি
#বিজেপি টাকা দিলে নিন, ভোট দেবেন না
#বিজেপি দাঙ্গাবাজ, লুঠেরাবাজ
#বিজেপি ফেক ভিডিও তৈরি করে
#দুঃসময়ে একমাত্র আমায় পাবেন
#বহিরাগতদের মেনে নেব না
#আমি আপনাদের পাহারাদার
#বাংলায় বিজেপিকে ঢুকতে দেবেন না
#কোটি-কোটি টাকা খরচ করে ফেক কথা রটাচ্ছে বিজেপি
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.