মেসিকে ছাড়াই দুরন্ত জয়, লা লিগায় টানা ৫ অ্যাওয়ে ম্যাচ জিতল বার্সেলোনা
লা লিগায় টানা ৫ অ্যাওয়ে ম্যাচে জয় বার্সেলোনার। ঘরোয়া ফুটবলে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়া মেসিকে ছাড়াই রবিবার লা-লিগায় খেলতে নেমেছিল বার্সেলোনা। তবে জয়ে পেতে বার্সার কোনও সমস্যা হয়নি। লা লিগায় অ্যাওয়ে ম্যাচে ইলচেকে ২-০ গোলে হারাল বার্সা। কাতালান ক্লাবের হয়ে ফ্র্যাঙ্কি ডি জঙ আর রিকুই পুইগ গোল করেন। অ্যাওয়ে ম্যাচে জিতে লিগ তালিকায় কাতালান ক্লাব ৩ নম্বরে উঠে এল। স্প্যানিশ সুপার কাপ, কোপা দেল রে এবং লা লিগা দুই সপ্তাহের মধ্যে ভিন্ন এই তিন টুর্নামেন্টে মেসিকে ছাড়া খেলেছে বার্সেলোনা। মেসিকে ছাড়া এই তিন ম্যাচেই জয় পেল কাতালান ব্রিগেড।

প্রথমার্ধে বার্সাকে গোল পেতে ৩৯ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। ম্যাচের শুরু থেকেই দাপট দেখালেও ওসমান দেম্বেলে, আঁতোয়ান গ্রিজমান ও মার্টিন ব্রাথওয়েটরা একের পর এক সুযোগ হারান। ৪০ মিনিটে ফরাসি ফরোয়ার্ড গ্রিসম্যান বাঁ-প্রান্ত থেকে ব্রাথওয়েটের ক্রস পেয়ে গোলরক্ষক ও দুই ডিফেন্ডারের মাঝেই আলতো ছোঁয়ায় বল বাড়ান।সেখান থেকেই ডি জঙের গোল। লা লিগায় পরপর ৫টা অ্যাওয়ে ম্যাচে জেতায় রোনাল্ড কোম্যানের দলে স্বস্তির হাসি।
নির্ধারিত সময়ের এক মিনিট আগে, ৮৯ মিনিটে ডি জঙের ক্রস থেকে রিকুই পুইগ দুরন্ত হেডে স্কোরলাইন ২-০ করে দেন। এক নজরে লা-লিগার পয়েন্ট টেবিল। ১৯ ম্যাচ শেষে মেসির বার্সেলোনা ৩৭ পয়েন্টে রয়েছে। রিয়াল মাদ্রিদ ১৯ ম্যাচ শেষে ৪০ পয়েন্টে রয়েছে। অন্যদিকে ১৭ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।
রুদ্ধশ্বাস ম্যাচে পাঁচ গোলের থ্রিলার লড়াইয়ে লিভারপুল বধ ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের