করোনা ভাইরাসের আবহে ইংল্যান্ড সফরের আগে ভারতের জন্য সুখবর!
আর কয়েক দিনের মধ্যে ভারত সফরে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে থাকা দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ক্রিকেট দল। অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে টেস্ট সিরিজ হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা ভারতীয় ক্রিকেট দলের সামনে মুষ্ঠিমেয় ব্রিটিশ ক্রিকেটারদের ফর্ম বাধা হয়ে দাঁড়িয়ে পড়তে পারে। তার আগে জেনে নেওয়া যাক যে কবে ভারতে আসছে ইংল্যাান্ড ক্রিকেট দল। কবে থেকে জো রুটরা প্রস্তুতিতে নামছেন, তাও দেখে নেওয়া যাক।

কবে ভারতে আসছে ইংল্যান্ড
এখনও পর্যন্ত যা খবর আগামী ২৭ জানুয়ারি বা বুধবার ভারতে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। শ্রীলঙ্কা থেকে বিশেষ বিমানে সরসারি চেন্নাই পৌঁছবেন জো রুটরা। সেখানে তাঁদের হোটেল কোয়ারেন্টাইনে রাখা হবে বলে বিসিসিআই সূত্রে খবর।

ইংল্যান্ডের হোটেল কোয়ারেন্টাইন
শ্রীলঙ্কা সফরে থাকা ইংল্যান্ড ক্রিকেট দল ইতিমধ্যেই সে দেশে ১৪ দিনের কোয়ারেন্টাইন বিধি মেনে ফেলেছে। তাই বলে জো রুটরা ভারতে ছাড় পাবেন, এমন ভাবার কোনও কারণ নেই। স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে বিসিসিআই জানিয়ে দিয়েছে, চেন্নাইতে অন্তত ছয় দিন হোটেল কোয়ারেন্টাইনে থাকতেই হবে ইংল্যান্ড ক্রিকেট দলকে।

ইংল্যান্ডের প্রস্তুতি শুরু কবে
ভারতের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে শ্রীলঙ্কা থেকে আগত ইংল্যান্ড ক্রিকেটারদের ছয় দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। ফলে আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত হোটেল থেকে বেরোতে পারবেন না জেমস অ্যান্ডরসনরা। ২ ফেব্রুয়ারি থেকে অনুশীলনে নামতে পারবে ইংল্যান্ড ক্রিকেট দল।

মাত্র তিন দিনের প্রস্তুতি
আগামী ৫ ফেব্রুয়ারি থেকে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে ভারত ও ইংল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট শুরু হচ্ছে। ২ তারিখ থেকে প্রস্তুতিতে নামতে পারবেন স্টুয়ার্ট ব্রড। এর অর্থ গুরুত্বপূর্ণ মোকাবিলার আগে মাত্র তিন দিনের প্রস্তুতি পাবে ইংল্যান্ড ক্রিকেট দল।
নির্বাসন কাটিয়ে প্রত্যাবর্তনেই অভিনব রেকর্ড শাকিব আল হাসানের