কলকাতা: করোনা পাল্টে দিয়েছে অনেক কিছু৷ এবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রেড রোডে কুচকাওয়াজের সময়ও দেখা যাবে ভিন্ন ছবি৷ এদিন রাখা হচ্ছে না সাধারণ দর্শকদের জন্য বসার আসন৷
প্রতি বছর রেড রোডে ভোর রাত থেকেই সাধারণ মানুষ ভিড় করতে শুরু করেন৷ বিভিন্ন জেলা থেকেও আসেন সাধারণ মানুষ৷ থাকেন আমন্ত্রিত অতিথিরা৷ কিন্তু করোনাকালে এবারে সেই চিত্রটা দেখা যাবে না রেড রোডে৷
সূত্রের খবর, এবছর রেড রোডে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান তেমন জাঁকজমকভাবে পালন করবে না সরকার৷ তবে প্রতিবারের মত এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে এসে পতাকা তোলবেন৷ থাকছে সংক্ষিপ্ত অনুষ্ঠান ও কুচকাওয়াজ৷
তবে প্রতি বছরের মতো এই বিশেষ দিনে দেশজুড়ে হাই এলার্ট জাড়ি থাকায়, নিরাপত্তা নিয়ে কোনও রকম আপোস করবে না লালবাজার৷ শহর কলকাতায় মোতায়েন থাকবে প্রায় ৫ হাজার পুলিশ৷ বিশেষ করে রেড রোডে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করছে কলকাতা পুলিশ৷ শুধু রেড রোডেই মোতায়ন থাকবেন ২ হাজার পুলিশ৷ সোমবার রাত ১০টা পর রেড রোডে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়৷ মঙ্গলবার অনুষ্ঠান শেষে ফের খুলে দেওয়া হবে৷
এদিকে সারা শহর জুড়ে থাকবেন প্রায় ৫ হাজার পুলিশ৷ এদের মধ্যে ডিসি পদমর্যাদার অফিসাররা রয়েছেন৷ এছাড়া রেড রোড ও সংলগ্ন এলাকাকে কয়েকটি জোনে ভাগ করা হয়েছে৷ নজরদারির চালানোর জন্য ওই সব এলাকায় থাকছে ওয়াচ টাওয়ার৷ পাশাপাশি শহরের রাস্তায় টহল দেবে হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড৷
শহরের শপিংমল, বাস স্ট্যান্ড, ও গঙ্গার ঘাট সহ গুরুত্বপূর্ণ জায়গায় নজরদারি থাকবে পুলিশের৷ এদিকে প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে সোমবার বিশেষ তল্লাশি অভিযান চলে হাওড়া স্টেশনে৷ গোলাবাড়ি থানা, জি আরপি, আরপিএফ, বম্ব স্কোয়াড, স্নিফার ডগ নিয়ে প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে হাওড়া স্টেশনে তল্লাশি চালানো হয়।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.