দরজায় কড়া নাড়ছে ভারত-ইংল্যান্ড সিরিজ, জোরকদমে প্রস্তুতি শুরু করে দিলেন বিরাট
ফিটনেস নিয়ে বরাবরই সচেতন বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেটে বিরাটের হাত ধরেই ফিটনেস সংস্কৃতিতে অন্য পর্যায়ে পৌঁছে গিয়েছে। এবার বিশ্রামের পর ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজকে মাথায় রেখে ফিটনেস চর্চায় নেমে পড়লেন বিরাট।

সদ্য বাবা হয়েছেন কোহলি
অজিভূমে অ্যাডিলেড টেস্ট খেলে পিতৃত্বকালীন ছুটি নিয়ে বিরাট দেশে ফিরে আসেন। এরপর ১১ জানুয়ারি বাবা হয়েছেন বিরাট। অনুষ্কা শর্মা কন্যা সন্তানের জন্ম দেন। বাবা হয়ে জীবনের নতুন ইনিংস শুরু করে তৃপ্ত বলে টুইট করে ফ্যানেদের সঙ্গে আনন্দের মুহূর্ত ভাগ করে নেন কোহলি।

ক্রিকেটে ফিরছেন বিরাট
পিতৃত্বকালীন এই ছুটির পর এবার ৫ ফেব্রুয়ারি থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ দিয়ে মাঠে ফিরছেন কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজকে মাথায় রেখে জিমেই প্রস্তুতি শুরু করে দিলেন বিরাট। ফিটনেস নিয়ে একটুকুও আপস করতে রাজি নন, তাই বেশ কিছু দিনের বিশ্রাম ও পিতৃত্বকালীন ছুটির পর জিমে ঘাম ঝড়াতে দেখা গেল বিরাটকে।

২৭ জানুয়ারি চেন্নাইয়ে পৌঁছানোর কথা
ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত চেন্নাইয়ের মাঠে প্রথম দুটি টেস্ট খেলবে। ২৭ জানুয়ারি ভারতীয় ক্রিকেটারদের চেন্নাইয়ের পৌঁছানোর কথা। সেখানেই তাদের পরীক্ষা-নিরীক্ষা হবে। এরপর কোহলিরা অনুশীলন শুরু করবেন।

প্রতিপক্ষ অধিনায়ক জো রুট দুরন্ত ফর্মে
একদিকে ভারত যখন অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে দুরন্ত ফর্মে রয়েছে। সেখানে ভারতের আসন্ন প্রতিপক্ষ ইংল্যান্ডও দারুণ ছন্দে রয়েছে। এই মুহূর্তে গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট খেলছে। সেই সিরিজে প্রথম টেস্ট জো রুট ২২৮ রান হাঁকানোর পর দ্বিতীয় টেস্ট ১৮৬ রান হাঁকিয়ে দারুণ ছন্দে রয়েছেন। ফলে রুটকে নিয়ে ভারতীয় শিবিরকে বড় প্রস্তুতি সেরে রাখতে হবে, বলাই যায়।
ছবি সৌজন্যে বিরাট কোহলির ইনস্টাগ্রাম প্রোফাইল
হঠাৎ নতুন লুকে ধরা দিলেন ধোনি, মাহিকে আইপিএলে দেখার জন্য ফ্যানেদের প্রত্যাশা