আইএসএলে ফের নর্থইস্টের মুখোমুখি এটিকে মোহনবাগান, পাল্লা ভারী কোন শিবিরের?
আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের সঙ্গে দ্বিতীয় সাক্ষাৎ ঘটতে চলেছে এটিকে মোহনবাগানের। দুই দলের মধ্যে তুল্যমূল্য লড়াই আশা করছেন ফুটবল প্রেমীরা। তার আগে মুখোমুখি সাক্ষাতে দুই দলের পরিসংখ্যান দেখে নেওয়া যাক। দুই দলের শেষ মোকাবিলার ফল কী হয়েছিল, তাও জেনে নেওয়া যাক।

মুখোমুখি দুই দল
মোহনবাগানের সঙ্গে সংযুক্ত হওয়ার আগে আইএসএলে ১২ বার নর্থইস্ট ইউনাইটেডের মুখোমুখি হয়েছে এটিকে। সাত বার জিতেছে কলকাতার ক্লাব। তিন বার জিতেছে নর্থইস্ট। দুই দলের মধ্যে দুটি ম্যাচ অমীমাংসিত ভাবে শেষ হয়েছে। চলতি আইএসএলে এটিকে ও মোহনবাগানের সংযুক্ত শিবিরের দাপটও অব্যাহত।

শেষ সাক্ষাতের ফল
চলতি আইএসএলের প্রথম পর্বের লিগ ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের মুখোমুখি হয়েছিল এটিকে মোহনবাগান। সেই ম্যাচ জিতেছিল কলকাতার দল। ম্যাচের ফল ছিল ২-০।

লিগ তালিকায় অবস্থান
আইএসএলে এখনও পর্যন্ত ১২টি ম্যাচ খেলে ২৪ পয়েন্ট হাসিল করেছে এটিকে মোহনবাগান। লিগ তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে আন্টোনিও লোপেজ হাবাসের দল। ১২ ম্যাচ খেলে ১৫ পয়েন্ট নিয়ে নর্থইস্ট ইউনাইটেড লিগ তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে।

সবচেয়ে বেশি গোল
চলতি আইএসএলে এখনও পর্যন্ত এটিকে মোহনবাগানের হয়ে সবচেয়ে বেশি গোল করেছেন রয় কৃষ্ণ। ৬টি গোল এসেছে তাঁর বুট থেকে। নর্থইস্ট ইউনাইটেডের হয়ে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ৩টি করে গোল করেছেন কাওয়েসি আপিয়া এবং লুইস মাচাদো। দলগত ভাবে এটিকে মোহনবাগানের মোট গোল সংখ্যা ১২। নর্থইস্ট ইউনাইটেডের গোল সংখ্যা ১৫।

সেভ ও ক্লিনশিট
চলতি আইএসএলে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি আটটি ক্লিনশিটের মালিক এটিকে মোহনবাগান। গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্যের সেভ সংখ্যা ৩৭। অন্যদিকে নর্থইস্ট ইউনাইটেডের গোলরক্ষক গুরমীত সিংয়ের দস্তানা থেকে এসেছে ১৬টি সেভ। তিনটি ক্লিনশিট হাসিল করেছে দল।

পাল্লা ভারী কোন দলের
ধারে, ভারে, শক্তি এবং পরিসংখ্যানে নর্থইস্ট ইউনাইটেডের থেকে যে এটিকে মোহনবাগানই এগিয়ে রয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। তবে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ফুটবল প্রেমীরা।
আসন্ন আইপিএলে কেকেআরের স্ট্র্যটেজি নিয়ে কেন খুশি নন প্রাক্তন অধিনায়ক গম্ভীর