মারাদোনার সই জাল করে তথ্য হাতানোর চেষ্টা, দিয়েগোর ব্যক্তিগত ডাক্তারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
হৃদরোগে আক্রান্ত হয়ে কিংবদন্তি দিয়েগো মারাদোনার প্রয়াণের পর কেটে গিয়েছে কয়েকমাস। এবার তাঁর সই জাল করে মারাদোনার ব্যক্তিগত ডাক্তারের বিরুদ্ধে তথ্য হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠে গেল। এই অভিযোগ ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তকারীরা পুরো বিষয়টি খতিয়ে দেখছেন।

নভেম্বরে প্রয়াত মারাদোনা
গত ২৫ নভেম্বর ৬০ বছর বয়সে প্রয়াত হন মারাদোনা। জন্মদিনের পর থেকেই তিনি অসুস্থ ছিলেন। মাথায় রক্তক্ষরণ নিয়ে হাসপাতালে ভর্তি হন। রক্ত জমাট বাঁধার কারণে পরবর্তী সময়ে তাঁর মাথায় অস্ত্রোপচারও হয়েছিল।

বাড়ি ফেরার পর হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন মারাদোনাা
সম্পূর্ণ সুস্থ হলে রিহ্যাবের জন্য মারাদোনাকে ছেড়ে দেওয়া হয়। পরবর্তী সময়ে দিয়েগো বাড়ি ফিরে আসেন। এরপর হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে বিশ্বকাপজয়ী আর্জেন্তাইন কিংবদন্তি ফুটবলার।

ব্যক্তিগত ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ
জীবনের শেষ বয়সটায় লিয়োপোল্ডো লিউক মারাদোনার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে নিয়োজিত ছিলেন। ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে মারাদোনার চিকিৎসায় গাফিলতি করার অভিযোগ উঠেছে। এবার তাঁর বিরুদ্ধে সই জাল করার অভিযোগ উঠে গেল।

তদন্তকারীরা কী জানালেন
আর্জেন্টিনার তদন্তকারীরা জানিয়েছেন, মারাদোনার মেডিক্যাল রেকর্ড হাতানোর জন্য তাঁর সই জাল করেছিলেন লিউক। তাঁর বাড়ি এবং ব্যক্তিগত চেম্বারে তল্লাশি চালানোর সময়েই এই তথ্য পাওয়া গিয়েছে বলে পুলিস জানিয়েছে।

মারাদোনার মৃত্যুতে কোন রহস্য, তদন্ত চাইছেন মেয়েরা
প্রসঙ্গত হৃদরোগে আক্রান্ত হয়ে মারাদোনার মৃত্যুর হলেও, তাঁর মেয়েরা ও ফ্যানেরা তদন্তের দাবিতে সরব হয়েছিলেন। দিয়েগোর ব্যক্তিগত ডাক্তার লিউক যদিও সব অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন। মেয়েদের দাবি মেনে তদন্ত শুরু করে আর্জেন্টিনার স্থানীয় প্রশাসন। সেখানেই ব্যক্তিগত ডাক্তারের বিরুদ্ধে এবার তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠে গেল।
মেসিকে ছাড়াই দুরন্ত জয়, লা লিগায় টানা ৫ অ্যাওয়ে ম্যাচ জিতল বার্সেলোনা