কলকাতা-উত্তর ২৪ পরগনাতেও করোনা নিয়ন্ত্রণে! মাত্র ৬ জেলায় দু-অঙ্কে সংক্রমণ
কলকাতা-উত্তর ২৪ পরগনাতেও করোনা অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে! রাজ্যে মাত্র মাত্র ৬টি জেলায় দু-অঙ্কে পৌঁছেছে করোনার দৈনিক সংক্রমণ। কলকাতা ও উত্তর ২৪ পরগনার দৈনিক সংক্রমণ শুধু ৫০-র উপরে। বাকি সব জেলাতেই দৈনিক সংক্রমণ একেবারেই নিয়ন্ত্রণে এসে গিয়েছে বাংলায়। ১ থেকে ৯-এর সংক্রমণ ১৭ জেলায়।


কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
সোমবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা আরও কমে হয়েছে ২৫২। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৫৭। উত্তর ২৪ পরগনায় ৭৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা গ্রাফ কমেছে অনেকটাই। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৩০৬৩ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ২৪৫৬।
একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ১২৭৪২৪। শুধু এদিনই কলকাতায় ৫৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৩০৬৩ জনের। এদিন মৃত্যু হয়েছে ৩ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১২৩১৩১ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১২৩০ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৮২ জন।
উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ১২১৩০১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৭৪ জন। মৃত্যু হয়েছে মোট ২৪৫৬ জনের। এদিন মৃত্যু হয়েছে ১ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১১৭২২৭ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৬১৮ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১১৬ জন।
দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ১৬ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৩৬৮৯২। হাওড়ায় মোট আক্রান্ত এখন পর্যন্ত ৩৫৪৫৮ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১০ জন। হুগলিতে ৮ জন বেড়ে আক্রান্ত ২৯৩২০ জন।
অন্যান্য জেলায় করোনা পরিসংখ্যান
এছাড়া আলিপুরদুয়ারে ৭৬৮৮, কোচবিহারে ১১৮০০, দার্জিলিংয়ে ১৮২৫১, কালিম্পংয়ে ২২১৭, জলপাইগুড়িতে ১৪৬০৮, উত্তর দিনাজপুরে ৬৫৯৫, দক্ষিণ দিনাজপুরে ৮১৪৫, মালদহে ১২৬২৬, মুর্শিদাবাদে ১২২৩৬, নদিয়ায় ২২৪১৫, বীরভূমে ৯৯৪৭, পুরুলিয়ায় ৭১৪০, বাঁকুড়ায় ১১৭৮২, ঝাড়গ্রামে ৩০৩১, পশ্চিম মেদিনীপুরে ২০১৪৬, পূর্ব মেদিনীপুরে ২০৫৫২, পূর্ব বর্ধমানে ১২৫৮৭, পশ্চিম বর্ধমানে ১৬১২৮ জন মোট আক্রান্ত হয়েছেন। মোট ৬৬ জন আক্রান্ত হয়েছেন অন্যান্য রাজ্যের বাসিন্দা।