• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

দলবদলের সেরা চমক, ইস্টবেঙ্গলের ঘর ভাঙিয়ে সেরা ক্রিকেটার ঘরে তুলল মোহনবাগান

  • |

রাজনীতিতে এখন দলবদল নিয়ে সরগরম পরিস্থিতি। এক দল ছেড়ে অন্য দলে নাম লেখাচ্ছেন রাজনীতিবিদরা। রাজ্যে তৃণমূল থেকে বিজেপিতে নাম লেখানো নিয়ে সোরগোল, কথার লড়াই চলেছ সেই সঙ্গে পাল্লা দিয়ে প্রতিদ্বন্দ্বিতাও নজর কাড়ছে। ক্রিকেট থেকে ফুটবলেও চলছে ট্রান্সফার।

দলবদলের সেরা চমক, ইস্টবেঙ্গলের ঘর ভাঙিয়ে সেরা ক্রিকেটার ঘরে তুলল মোহনবাগান

এবার বাংলার ক্রিকেট ময়দানেও ঘটে গেল অন্যতম বড় ট্রান্সফার। বাংলার রঞ্জি দলের অধিনায়ক তথা ইস্টবেঙ্গল ক্লাবের অন্যতম সেরা ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরনকে সই করাল মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব।

গতবার বেঙ্গল টি২০ চ্যালেঞ্জে ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে খেলেছিলেন অভিমন্যু। যেখানে মোহনবাগানের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের হয়ে খেলে তিনি হাফ সেঞ্চুরিও হাঁকান। এবার পড়শি ক্লাব থেকে তাঁকে নিয়ে বড় ক্রিকেটার ঘরে তুলে ফেলল মোহনবাগান।

গতবার এই অভিমন্যু নেতৃত্বেই বাংলা দল রঞ্জি ট্রফির ফাইনাল খেলে। ফাইনালে যদিও সৌরাষ্ট্রের কাছে বাংলা ম্যাচ হারে। বঙ্গ দলের সেই অধিনায়কের যোগদানের চলতি মরসুমে মোহনবাগান ক্লাবের ব্যাটিং আরও বেশি শক্তিশালী হল। অন্যদিকে শক্তি হারাল ইস্টবেঙ্গল।

ফের একবার ধোনি-রোহিতদের পিছনে ফেলে আইপিএলে বেশি অর্থ পেতে চলেছেন কেকেআরের ক্রিকেটার

English summary
Cricket tranfer: bengal ranji captain abhimanyu easwaran signs mohun bagan from East Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X