চোট নিয়েও ব্রিসবেনে জয়সূচক ৩ রানের জন্য সাইনির প্রাণপন দৌড় মনে রাখবেন পন্থ!
ব্রিসবেনে এই প্রথম বার অস্ট্রেলিয়াকে টেস্টে হারিয়ে ইতিহাস রচনা করেছে ভারতীয় ক্রিকেট দল। একই সঙ্গে পরপর তিন বারের জন্য বর্ডার-গাভাসকর ট্রফি জিতে বিশ্বে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে টিম ইন্ডিয়া। এই জয়ের অন্যতম নায়ক ঋষভ পন্থ, অজি বধের মুহুর্ত ভুলতে পারছেন না। বিশেষ করে জয়সূচক ৩ রানের জন্য সাইনির প্রাণপন দৌড় যে তিনি আজীবন মনে রাখবেন, তাও জানাতে ভোলেননি ভারতের তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান।

৩ রানের জন্য দৌড়
ব্রিসবেনে টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ঋষভ পন্থের দুর্দান্ত ব্যাটিংয়ে ভারত ৩২৫-এ পৌঁছতেই ওয়াশিংটন সুন্দর ও শার্দুল ঠাকুরের উইকেট পরপর হারিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। তিন উইকেট অবশিষ্ট ছিল ভারতের হাতে। ম্যাচ জিততে প্রয়োজন ছিল তিন রান। অস্ট্রেলিয় ফাস্ট বোলার জোশ হ্যাজেলউডের ওভারের শেষ বলে তিন রানের জন্য দৌড়েছিলেন ঋষভ পন্থ ও নভদীপ সাইনি।

চোট নিয়েও দৌড়
ব্রিসবেন টেস্টে খেলতে নেমে কুচকিতে চোট পেয়েছিলেন ভারতীয় ফাস্ট বোলার নভদীপ সাইনি। যদিও ম্যাচের দ্বিতীয় ইনিংসে তিনি বল করতে নেমেছিলেন। গাব্বায় অজি শিবিরের বিরুদ্ধে জয়সূচক রান অর্জনের সময় বাইশ গজেই ছিলেন সাইনি। সতীর্থ ঋষভ পন্থের ডাকে সাড়া দিয়ে দলের স্বার্থে চোট নিয়েও জয়ের স্বার্থে তিন রানের জন্য প্রাণপন দৌড়েছিলেন ভারতীয় ফাস্ট বোলার। যদিও ভারতীয় উইকেটরক্ষকের ব্যাট থেকে বেরোনো শট মিড অফ-কে বিট করে বাউন্ডারি রেখা স্পর্শ করেছিল। ম্যাচ জিতেছিল ভারত। তবে আনফিট সাইনির সেই দৌড় তিনি ভুলবেন না বলে জানিয়েছেন পন্থ।

দুর্দান্ত পন্থ
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্রিসবেন টেস্টের দ্বিতীয় ইনিংসে ৮৯ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন ঋষভ পন্থ। একই সঙ্গে দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছিলেন তরুণ উইকেটরক্ষক। পন্থের প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেট বিশ্ব।

আর তিরিশ মিনিট থাকতে পারলেই হত
সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ড্র করেছিল ভারতীয় ক্রিকেট দল। ওই ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৯৭ রানের অনবদ্য ইনিংস খেলে আউট হয়েছিলেন দিল্লির উইকেটরক্ষক। সেদিন আরও তিরিশ মিনিট পিচে থাকলে, সেই টেস্টের ফলাফলও তাঁদের পক্ষে যেত বলে মনে করেন ঋষভ পন্থ।
দলবদলের সেরা চমক, ইস্টবেঙ্গলের ঘর ভাঙিয়ে সেরা ক্রিকেটার ঘরে তুলল মোহনবাগান