হঠাৎ নতুন লুকে ধরা দিলেন ধোনি, মাহিকে আইপিএলে দেখার জন্য ফ্যানেদের প্রত্যাশা
ভারত-ইংল্যান্ড সিরিজ শেষ হলেই ঘরের মাঠে আইপিএল ২০২১। এপ্রিলের মাঝামাঝি সময় আইপিএল হওয়ার কথা হয়েছে। এটাই সম্ভবত শেষ আইপিএল ধোনির। গত বছর আইপিএলের পর থেকে তাঁকে ক্রিকেট খেলতে দেখা যায়নি। তাই ধোনিকে মাঠে ফিরতে দেখতে মুখিয়ে ফ্যানেরা। এবার তাঁকে নতুন লুকে ধরা দিতে দেখা গেল।

গত বছরের ১৫ অগাস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে ধোনি অবসর নেন। এরপর ভারতের প্রাক্তন অধিনায়ক মরুভূমে আইপিএল ২০২০ খেলেছেন। সেই আইপিএলে তাঁকে নতুন লুকে ধরে দিতে দেখা গিয়েছিল। আইপিএল শেষ হতে ফের ধোনি এখন তাঁর ফার্ম হাউসের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন।
দুবাইয়ে ফল-সব্জি রপ্তানির করবে ধোনির সংস্থা। ফার্ম হাউসের অর্গানিক খাবারই রপ্তানি করা হবে বলে জানা গিয়েছে। নিজের ফার্ম হাউসের স্ট্রবেরি খেয়ে মুগ্ধ ধোনি, ইনস্ট্রাগ্রামে সেই ভিডিয়ো দিয়েছিলেন। সেই মহেন্দ্র সিংহ ধোনি হঠাৎই নয়া অবতারে সামনে এসে ভক্তদের চমকে দিলেন।

মুম্বইয়ে একটি বিজ্ঞাপনের শ্যুটিং করতে ধোনি হাজির হয়েছিলেন। নিজের প্রিয় দাড়ি কেটে ফেলেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। এখন হালকা খোঁচা খোঁচা দাড়ি রেখেছেন ধোনি। আগের চুলের স্টাইলও ধোনি পাল্টে ফেলেছেন। এবার আর কয়েক মাস পর আইপিএল, নতুন লুকে ধরা দেওয়ার পর এবার ধোনিকে মাঠে ব্যাট হাতে নতুন অবতারে দেখা যায় কিনা, সেটাই এখন দেখার। অপেক্ষায় প্রহর গুনছেন ধোনি ফ্যানেরা।
মারাদোনার সই জাল করে তথ্য হাতানোর চেষ্টা, দিয়েগোর ব্যক্তিগত ডাক্তারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ