• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

বঙ্গবিজেপির ভোট ময়দানে তুরুপের তাস 'রথযাত্রা'! পদ্ম-মহলের অন্দরে কোন স্ট্র্যাটেজি নিয়ে বৈঠক

শেষমেশ রথযাত্রা নিয়ে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ফেলল বিজেপি। সামনেই অমিত শাহের বঙ্গ সফর । শোনা যাচ্ছে সেই সফরে একাধিক মেগা চমক দিতে পারে বিজেপি। এদিকে, তৃণমূলে এক ঝাঁক বেসুরো নেতারা উঠে আসছেন। এমন এক পরিস্থিতিতে রথযাত্রাকে কার্যত তুরুপের তাস করে আপাতত পথ চলা শুরু করে দিতে পারে বিজেপি।

 বিজেপির হাইভোল্টেজ বৈঠক

বিজেপির হাইভোল্টেজ বৈঠক

জানা গিয়েছে, শিলিগুড়ির মাটিগাড়ায় এক বিলাসবহুল হোটেলে বিজেপির কেন্দ্রীয় নেতা তথা দলের পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়কে নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক করে বিজেপি। সেখানেই স্থির হয়েছে যে উত্তরবঙ্গের বুক থেকে বের হবে রথযাত্রা। প্রসঙ্গত, এই বৈঠকে হাজির ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শিব প্রসাদ সহ বহু নেতারা।

 অভিষেকের সভার দিনই বিজেপির রথযাত্রা!

অভিষেকের সভার দিনই বিজেপির রথযাত্রা!

এদিকে, খবর ৬ ফেব্রুয়ারি কাঁথিতে শুভেন্দু গড়ে পা রাখবেন তৃণমূলের যুবার নেতা তথা ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই দিনই উত্তরবঙ্গ থেকে বিজেপির রথযাত্রা বের হওয়ার খবর উঠে আসছে। ফলে হাইভোল্টেজ দিন হিসাবে উঠে আসতে পারে ৬ ফেব্রুয়ারি।

রাজ্যের ৫ জেলায় রথযাত্রা

রাজ্যের ৫ জেলায় রথযাত্রা

মূলত, রাজ্যের ৫ জেলায় ভিন্ন ভিন্ন রুটে বিজেপি এই রথযাত্রা বের করবে বলে খবর। মূলত, উত্তরবঙ্গের৫৪ টি আসন আপাতত বিদেপির পাথির চোখ। ফলে সেই রুটম্যাপ ধরেই বিজেপি উত্তরবঙ্গের রথযাত্রা সাজাতে চাইছে।

 রথযাত্রা ও বিজেপির তুরুপের তাস

রথযাত্রা ও বিজেপির তুরুপের তাস

কয়েক বছর আগেও উত্তরবঙ্গ থেকে রথযাত্রা বের করার পরিকল্পনা ছিল বিজেপির। তবে তার অনুমতি আসেনি। শোনা গিয়েছিল অমিত শাহকে নিয়ে হবে রথযাত্রা। তবে তা শেষ পর্যন্ত হয়নি। এবার মূলত মমতা সরকারকে তোপ দেগে ,একাধিক ইস্যু নিয়ে সরব হয়ে বাংলার রাজপথে বিজেপির রথ বের করার পরিকল্পনা রয়েছে বলে খবর। মমতার বিরুদ্ধে প্রচারই সেখানে সর্বাধিক গুরুত্ব পাবে বলে খবর। এই রথযাত্রার নাম রাখা হয়েছে 'পরিবর্তন যাত্রা'।

বিজেপির ভুলেই ভিক্টোরিয়ায় বিপত্তি! মমতাকে অপমানের নেপথ্যে কোন নেতারা?

English summary
West Bengal Assembly Election 2021, BJP to come with 5 Rathyatras , know the game plan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X