আইএসএল ২০২০-২১ : প্রথমার্ধে ১ গোলে এগিয়ে মুম্বই, কাঁটায় কাঁটায় লড়ছে চেন্নাইইন
আইএসএলের অতি গুরুত্বপূ্র্ণ ম্যাচের প্রথমার্ধে চেন্নাইইন এফসি-র বিরুদ্ধে ১-০ গোলে এগিয়ে রয়েছে মুম্বই সিটি এফসি। এখনও পর্যন্ত ম্যাচের একমাত্র গোল এসেছে বার্থেলোমেউ ওগেবেছের বুট থেকে। অন্যদিকে ভাল খেলেও একাধিক গোলের সুযোগ হাতছাড়া করেছে চেন্নাইইন এফসি।

চলতি আইএসএলে এখনও পর্যন্ত ১২ ম্যাচ খেলে ২৯ পয়েন্ট অর্জন করেছে মুম্বই সিটি এফসি। আজ জিতলে ৩২ পয়েন্ট নিয়ে লিগ তালিকার প্রথম স্থানে জাঁকিয়ে বসার পাশাপাশি অন্যান্য দলের থেকে নিজেদের ব্যবধান আরও বাড়িয়ে নেবে অভিনেতা রনবীর কাপুূরের দল। অন্যদিকে টুর্নামেন্টে এখনও পর্যন্ত ১৩ ম্যাচ খেলে ১৫ পয়েন্টে দাঁড়িয়ে থাকা চেন্নাইইন এফসি আজ হারলে লিগ তালিকার ষষ্ঠ স্থানেই পড়ে থাকবে। জিতলে ১৮ পয়েন্ট নিয়ে প্রথম পাঁচে প্রবেশ করবে চেন্নাই।
ফলে ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। প্রথম ২০ মিনিটে মুম্বই সিটি এফসি-র গোলমুখে আক্রমণের বন্যা বইয়ে দেয় চেন্নাইইন এফসি। বেশ কয়েকবার গোলের কাছে পৌঁছেও যায় অভিনেতা অভিষেক বচ্চনের দল। তালমিলের অভাব প্রতিবারই সুযোগ হাতছাড়া করে লালরিনজুয়ালা ছাংগতে শিবির।
অন্যদিকে ২১ মিনিটে দুর্দান্ত পরিকল্পিত আক্রমণের সুযোগ তুলে নেয় মুম্বই সিটি এফসি। গোল করতে ভুল করেননি বার্থেলোমেউ ওগেবেছে। এক গোলে পিছিয়ে পড়ে মুম্বইয়ের গোলমুখে চাপ বাড়ায় চেন্নাইইন এফসি। তবে তারা গোল করতে ব্যর্থ হয়। ম্যাচে ৬৫ শতাংশ বলের নিয়ন্ত্রণ নিজেেদের কাছে রাখে মুম্বই সিটি এফসি। গোলমুখে পাঁচটি শট নেয় এগিয়ে থাকা দল। অন্যদিকে প্রথমার্ধে গোলমুখে ৫টি শট নেয় চেন্নাইইন এফসি।