করোনার পর ভারতের মাঠে বল গড়াচ্ছে, দর্শকরা কবে মাঠে ফিরছে, বিসিসিআই সূত্রে কী জানা গেল
ফেব্রুয়ারিতে শুরু ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। করোনা পরবর্তী সময়ে এই সিরিজ দিয়েই ৫ ফেব্রুয়ারি থেকে ভারতের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে। এই সিরিজ থেকেই দেশের মাঠে দর্শক ফেরাতে মরিয়া বিসিসিআই

বিসিসিআইয়ের ভাবনা
ইতিমধ্য অজিভূমে নির্দিষ্ট সংখ্যাক দর্শক রেখে ক্রিকেট চলেছে। ভারত অজিভূমে এই পরিবেশে খেলে এসেছে। তা দেখেই বিসিসিআই চার টেস্টের সিরিজ থেকেই গ্যারালিতে দর্শকদের ঢোকার অনুমতি দিতে চেয়েছিল।

তামিলনাড়ু ক্রিকেট দর্শক প্রবেশে না করেছে
তবে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোশিয়েসন সেই পরিকল্পনায় জল ঢেলে দিয়েছে। রাজ্য ক্রিকেট সংস্থা ক্লোজ ডোর ম্যাচ করতে চায়। করোনার উদ্বেগ থেকে বাঁচতেই এই সিদ্ধান্ত।

মোতেরাতে কী দর্শক ফিরছে
তামিলনাড়ু ক্রিকেট সংস্থা ক্লোজ ডোর ম্যাচ করার সিদ্ধান্ত নেওয়ার পর মোতেরায় পরবর্তী দুটি টেস্টও ক্লোজড ডোরে করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

টি-২০ সিরিজে দর্শক রাখার ভাবনা
তবে ভারত-ইংল্যান্ড টি-২০ সিরিজে মাঠে দর্শকদের আনার পরিকল্পনা রাখছে বিসিসিআই। ভারত-ইংল্যান্ড টি-২০ সিরিজের ম্যাচ গুলি মোতেরার নতুন স্টেডিয়ামে হবে। সেক্ষেত্রে সরকারি অনুমতি পেলেই স্টেডিয়ামে দর্শক ফেরানো নিয়ে ভাবছে বিসিসিআই।

আইপিএলের মহড়া
আসলে ২৮ মার্চ ইংল্যান্ডের ভারত সফর শেষ। তারপরই আইপিএলে ঢাকে কাঠি পড়ে যাচ্ছে। সেই কারণেই ভারত-ইংল্যান্ড সিরিজে বিসিসিআই দর্শকদের জন্যে গ্যালারির দরজা খুলে দিয়ে মহড়া সেরে নিয়ে চায়।
এটিকে মোহনবাগানের প্রাক্তন শুভ ঘোষের ফুটবল ভবিষ্যৎ এখন অন্ধকারে, কিন্তু কেন