• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

এটিকে মোহনবাগানের প্রাক্তন শুভ ঘোষের ফুটবল ভবিষ্যৎ এখন অন্ধকারে, কিন্তু কেন

  • |

বঙ্গ ফুটবলার শুভ ঘোষের ফুটবল ভবিষ্যতে আঁধার! চলতি জানুয়ারি আইএসএলের ট্রান্সফার উইন্ডোতে শুভ ঘোষের সঙ্গে সোয়াপ ডিলে এটিকে-মোহনবাগান নাওরেমকে দলে নিয়েছিল। যা নিয়ে এখনও বিতর্ক রয়েছে। সেই ইস্যুতে এবার শুভ ঘোষের কেরিয়ারে যেন অন্ধকার নেমে এসেছে।

ঠিক কী ঘটেছে

ঠিক কী ঘটেছে

শুভ ঘোষ ও নংদাম্বা নাওরেমের মধ্যে হওয়া সোয়াপ ডিলে এটিকে-মোহনবাগান পেয়েছিল নাওরেমকে। কিন্তু নাওরেম এখনও মাঠে নামতে পারেননি। কারণ খুবই স্পষ্ট। চোট আঘাত, অনুশীলনের পর দেখা যায়, নাওরেমের এসিএল চোট রয়েছে। পেশির এই সারাতে অস্ত্রোপচার প্রয়োজন।

শুভ ঘোষের ভবিষ্যৎ নিয়ে চিন্তা

শুভ ঘোষের ভবিষ্যৎ নিয়ে চিন্তা

এই কারণেই এটিকে মোহনবাগান নাওরেমের জন্য বরাদ্দ ২০ লক্ষ টাকার ট্রান্সফার ফিও আটকে রেখেছে বলে জানা গিয়েছে। আর এতেই নাকি কেরালা ব্লাস্টার্সের হয়ে অনুশীলন করলেও বাঙালি এই মিডফিল্ডার শুভ ঘোষ নাকি ম্যাচে নামতে পারছেন না।

কিবুর কোচিংয়ে প্রস্তুতি শুরু শুভর

কিবুর কোচিংয়ে প্রস্তুতি শুরু শুভর

গত বছরও স্প্যানিশ কোচ কিবু ভিকুনার অধীনে মোহনবাগানে খেলেছিলেন শুভ। দলের হয়ে আই লিগ জিতেছেন। ক্লাবের আই লিগ জয়ে তাঁর তিনটি গোলও ছিল। এবার ট্রান্সফারের পর, কেরালা ব্লাস্টার্সের হেড কোচ কিবু ভিকুনার অধীনে অনুশীলন শুরু করছেন শুভ ঘোষ

ফেডারেশনে অভিযোগ এটিকে মোহনবাগানেরে

ফেডারেশনে অভিযোগ এটিকে মোহনবাগানেরে

প্রসঙ্গত এই নিয়ে এটিকে মোহনবাগান এল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে অভিযোগ জানিয়েছে। সেই সঙ্গে তারা ট্রান্সফার সংক্রান্ত যাবতীয় সব তথ্যও দিয়েছে।

ছবি সৌজন্য শুভ ঘোষের ইনস্টাগ্রাম

শুভেন্দুর নন্দীগ্রামে প্রেস্টিজ ফাইট জিততে বিশেষ দল মমতার, অঙ্ক কষে স্ট্র্যাটেজি

English summary
Young footballer subha ghoshs future in danger as aiff waits for kerala's answer on tranfer deal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X