কলকাতাঃ  ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজি জন্মজয়ন্তী অনুষ্ঠানে মমতার ভাষণ দেওয়ার আগে জয় শ্রী রাম স্লোগান! ঘটনার চরম ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাষণ না দিয়েই নেমে যান তিনি। আর এই ঘটনার প্রতিবাদে পথে নামলেন কবির সুমন।

রবিবার সকালে লেক মলের সামনে ও গড়িয়াহাট মোড়ে দাঁড়িয়ে একাই প্রতিবাস করলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ।

সুমন বলেন, আমি গান্ধীবাদি! তাই গান্ধীজির পথেই ঘটনার প্রতিবাদ জানালাম বলে জানিয়েছেন কবীর সুমন। পাশাপাশি, তিনি যে বিজেপি-আরএসএস-এর ভাবধারার বিরোধী, তাও ফের একবার স্পষ্ট করে দেন তৃণমূলের প্রাক্তন সাংসদ। সুমন বলেন, বাংলায় জয় বাংলা স্লোগান দেওয়া যায়। আর কোনও স্লোগান দেওয়া যায় না।

অন্যদিকে ভিক্টোরিয়া কাণ্ড দিয়ে সোচ্চার হয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তার প্রতিবাদ করা উচিত ছিল প্রধানমন্ত্রীর। এদিন কুলতলিতে সভায় দাঁড়িয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, নেতাজিকে অপমান করার জবাব মানুষ দেবে। শুধু কুণাল ঘোষ নয়, রবিবার কুলতলির জনসভায় বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন বক্তব্যের শুরু থেকেই আক্রমণাত্বক মেজাজে ছিলেন অভিষেক। শুরুতেই ভিক্টোরিয়া মেমোরিয়ালে যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করা হয়েছে তাঁর তীব্র প্রতিবাদ জানান তিনি।

অভিষেক বলেন, একজন নির্বাচিত মুখ্যমন্ত্রীকে অপমান করা হয়েছে। আগামী ভোটে মানুষ ওদের অর্থাৎ বিজেপিকে জবাব দেবে বলেই দাবি করেন ডায়মন্ডহারবারের এই সাংসদ।

ভিক্টোরিয়ায় ‘জয় শ্রীরাম’ ধ্বনি ওঠা প্রসঙ্গে অভিষেক আরও বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে বক্তব্য রাখতে বাধা দেওয়া হয়। ভিক্টোরিয়ায় তেমনই পরিবেশ তৈরি করা হয়েছিল। বক্তৃতা না দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রতিবাদ জানিয়েছেন। নির্বাচিত মুখ্যমন্ত্রীকে অপমান করা হয়েছে। বিদ্যাসাগরের মূর্তি ভাঙার পর জবাব পেয়েছিলেন। তাতেও তাদের শিক্ষা হয়নি। নেতাজিকে যারা অপমান করল, তাদের শিক্ষা দেবেন। যেন কোথাও মাথা তুলে না দাঁড়াতে পারে। ধর্মকে নিয়ে এসে বাংলাকে কলুষিত করার চেষ্টা হচ্ছে। বাংলার মানুষের সঙ্গে জুমলা পার্টির লড়াই হবে। মানুষই তাদের জবাব দেবেন।’

বিজেপিকে নিশানা করে অভিষেক আরও বলেন ‘এদের বুকে সাভারকর আর নাথুরাম, আমাদের বুকে নেতাজি আর ক্ষুদিরাম।’ অন্যদিকে, ভিক্টোরিয়া মেমোরিয়ালের ঘটনায় মুখ্যমন্ত্রী অসম্মান করার অভিযোগ এনে জেলায় জেলায় পথে নেমেছে শাসক দল। বীরভূমের দুবরাজপুরে বাইক মিছিল করেন তৃণমূল কর্মী, সমর্থকরা। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় টায়ার জ্বালিয়েও বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূলের নেতা-কর্মীরা।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

কোনগুলো শিশু নির্যাতন এবং কিভাবে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো যায়। জানাচ্ছেন শিশু অধিকার বিশেষজ্ঞ সত্য গোপাল দে।