মুম্বই: বৈঠকের পর বৈঠক চলছে। কোনও লাভ হয়নি। কেন্দ্রের দাবি কোনোভাবেই মানতে নারাজ কৃষকরা। যে কোনও মূল্যে কৃষি বিল তুলে নিতে হবে, এটাই চান তাঁরা। আর এবার সেই দাবি সরব হয়ে যোগ দিতে চলেছেন আরও কয়েক হাজার কৃষক।

ইতিমধ্যেই জড় হয়েছে মহারাষ্ট্রের ২১ টি জেলার কৃষকেরা। পতাকা হাতে এগিয়ে আসছেন তাঁরা। প্রতিবাদের সেই মিছিলের ইতিমধ্যেই ভাইরাল। সোমবারই মুম্বইয়ের আজাদ ময়দানে বিক্ষোভ প্রদর্শন করবেন তাঁরা। এমনকি এনসিপি প্রধান শরদ পাওয়ারও সেই বিক্ষোভে যোগ দিতে পারেন বলে জানা গিয়েছে।

শনিবারই ওই কৃষকেরা নাসিকে সমাবেশ করেন। সেখানে থেকে ১৮০ কিলোমিটার পথ পেরিয়ে তাঁরা আসবেন মুম্বইতে। সোমবার শহরের আজাদ ময়দানে তাঁরা বিশাল সমাবেশ করবেন। সেখানে উপস্থিত থাকবেন এনসিপি নেতা শরদ পাওয়ার।

একাধিক বিভিন্ন ছোট ছোট কৃষক ইউনিয়ন যৌথভাবে অল ইন্ডিয়া কিষাণ সভা নামের একটি মঞ্চের অধীনে এই প্রতিবাদের পরিকল্পনা তৈরি করেছে। সেই মঞ্চই মিছিলের ডাক দিয়েছিল। রবিবার সন্ধ্যার মধ্যে মিছিল মুম্বইতে প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে।

কয়েক সপ্তাহ এনসিপি প্রধান শরদ পাওয়ার দিল্লিতে অবস্থানরত কৃষকদের প্রশংসা করেন। তিনি বলেন, কৃষকদের দাবি মেনে কৃষি আইনগুলি বাতিল না করলে কেন্দ্রীয় সরকারকে তার ফল ভোগ করতে হবে। গত মাসেও তিনি বলেন, কেন্দ্রীয় সরকার যেন কৃষকদের ধৈর্যের পরীক্ষা না নেয়।

এদিকে, আগামী ২৬ জানুয়ারি তারিখে দিল্লিতে ট্র্যাক্টর মিছিল করতে চলেছেন কৃষকরা। তার আগে দিল্লিতে অবস্থানরত কৃষকদের সমর্থনে সমাবেশ হবে মুম্বইতে।

রবিবার জানা যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হিরাবেন মোদীকে চিঠি লিখেছেন এক কৃষক। তাঁর অনুরোধ করেছেন, মা হিসাবে যেন তিনি ছেলের ওপরে প্রভাব খাটান। তাহলে নরেন্দ্র মোদীর মন পরিবর্তিত হবে। তিনি কৃষকদের দাবি সহানুভূতির সঙ্গে বিবেচনা করবেন। চিঠিটি লিখেছেন পাঞ্জাবের ফিরোজপুর জেলার গোলু কা মধ গ্রামের বাসিন্দা হরপ্রীত সিং। হিন্দিতে চিঠি লেখা হয়েছে। হরপ্রীত লিখেছেন, অত্যন্ত প্রতিকূল আবহাওয়ার মধ্যে কৃষকরা দিল্লি সীমান্তে অবস্থান করছেন। বহু কৃষকই চান, বিতর্কিত আইনগুলি বাতিল করা হোক।

এদিকে, সাধারণতন্ত্র দিবসে ট্রাক্টর মিছিল করা যাবে,দিল্লি পুলিশের অনুমতি মিলেছে। শনিবার এমনই দাবি করল কৃষক সংগঠনগুলি। এদিন ১০০ কিমি দীর্ঘ ট্রাক্টর মিছিল করা হবে বলে জানিয়ে কৃষক নেতারা বলেন একদিকে যখন সাধারণতন্ত্র দিবসের প্যারেড হবে, তখন অন্যদিকে লম্বা মিছিল করে কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন কৃষকরা।

কৃষকেরা আরও জানিয়েছেন যে, তাঁরা বাইরের দিকের রাস্তা ধরে ট্রাক্টর মার্চ করবেন প্রজাতন্ত্র দিবসে। কৃষক নেতা যোগিন্দর এস উগ্রাহান বলেন, আইন তুলে না নেওয়া পর্যন্ত সরকারের কোনও দাবিই মানা হবে না। তাঁদের আজও একটাই দাবি, কৃষি আইন সম্পূর্ণ তুলে নিতে হবে ও এমএসপি কার্যকর করতে হবে।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

কোনগুলো শিশু নির্যাতন এবং কিভাবে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো যায়। জানাচ্ছেন শিশু অধিকার বিশেষজ্ঞ সত্য গোপাল দে।