বিজেপি ক্ষমতায় ফিরলেই বন্যার কবল থেকে চিরস্থায়ী মুক্তি পাবে অসম! বললেন অমিত শাহ
ইতিমধ্যেই বাংলা, তামিলনাড়ু কেরলের পাশাপাশি নির্বাচনী দামামা বেজে গিয়েছে অসমেও। এমনকী আসন্ন বিধানসভা ভোটকে সামনে রেখে ঘুঁটি সাজাতেও শুরু করেছে শাসক বিরোধী প্রতিটা রাজনৈতিক দলই। বিরোধী জোটের কথাও ঘোষণা করেছে কংগ্রেস। এবার এই ভোটকে সামনে রেখেই দ্বিতীয়বারের জন্য শাসন ক্ষমতা ধরে রাখতে জোরকদমে প্রচার শুরু বিজেপিও। এমতাবস্থায় এবার অমিতশাহের প্রতিশ্রুতির বন্যায় নতুন করে জায়গা করে নিল অসমের বন্যা প্রতিরোধ।

সূত্রের খবর, শনিবার অসমের নলবাড়িতে একটি জনসভার মঞ্চ থেকেই স্বরাষ্ট্রমন্ত্রী তথা পদ্মশিবিরের অন্যতম প্রধান মুখ অমিত শাহকে বলতে শোনা যায়, “ একমাত্র বিজেপিই পারে অসমের সমস্ত বড় সমস্যার স্থায়ী সমাধান করতে। বিক্ষোভ, রক্তপাত, বুলেটের গর্জন থেকে ইতিমধ্যেই নিস্তার পেয়েছে অসমের রাজ্যবাসী। এরপরও যদি অসমের জনসাধারণ বিজেপিকে ৫ বছরের সময় দেয় তবে গোটা রাজ্যকেই বন্যার কবল থেকে সম্পূর্ণ ভাবে মুক্ত করে ফেলব আমরা।”
যদিও এদিনের সভা মঞ্চে দাঁড়িয়ে করোনা টিকা সংক্রান্ত সমালোচনারও মুখতোড় জবাব দিতে দেখা যায় অমিত শাহকে। এমনকী এই নিয়ে রাজনীতির অভিযোগও তোলেন তিনি। তবে জনস্বাস্থ্য নিয়ে যাঁরা রাজনীতি করছেন তাদের ছেড়ে কথা বলা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এমনকী জেনে বুঝেই অনেকে ভ্যাকসিন সংক্রান্ত ভুয়ো তথ্য ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এই বিষয়ে সাধারণ মানুষকে অযথা আতঙ্কিত না হতে অনুরোধ করেন তিনি।

ফের চুক্তি ভঙ্গ চিনের! ভারতের হুঁশিয়ারির তোয়াক্কা না করে পূর্ব লাদাখে আরও আগ্রাসী বেজিং