• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

২০২১-এর লক্ষ্যে আদিবাসী ভোটে নজর তৃণমূলের, এবার মাস্টারস্ট্রোক দিলেন মমতা

একুশের বিধানসভা নির্বাচনে সাফল্য আনতে এবার আদিবাসী ভোটে নজর দিল তৃণমূল কংগ্রেস। আদিবাসীদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার উন্নয়নমূলক অনেক প্রকল্পে হাতে নিয়েছেন। এবার তা প্রচারের উদ্যোগ নিল তৃণমূল কংগ্রেস। আদিবাসী ক্ষেত্রে ট্যাবলোর মাধ্যমে প্রচার চালাবে তৃণমূল কংগ্রেস। একুশের আগে একেবারে অঙ্ক কষে এগোচ্ছে তারা।

আদিবাসী ভোটের লক্ষ্যে তৃণমূল

আদিবাসী ভোটের লক্ষ্যে তৃণমূল

সংখ্যালঘু ভোটব্যাঙ্ক তৃণমূলের দিকেই রয়েছে। ২০১৯-এর লোকসভায় দেখা গিয়েছে মতুয়া ও আদিবাসীদের একাংশ সরে গিয়েছে তৃণমূলের দিক থেকে। এবার সেই আদিবাসী মন পেতে রাস্তায় নামার পরিকল্পনা করেছে তৃণমূল। কমিটি গড়ে প্রচারের পরিকল্পনা করা হয়েছে। ভাঙন রোখার পাশাপাশি আদিবাসী ভোটকে তৃণমূলের দিকে আনতেই এই পদক্ষেপ।

আদিবাসী ভোট ফেরাতে বিশেষ উদ্যোগ

আদিবাসী ভোট ফেরাতে বিশেষ উদ্যোগ

সম্প্রতি শুভেন্দু অধিকারীর হাত ধরে সাংসদ সুনীল মণ্ডল, প্রাক্তন সাংসদ দশরথ তিরকের মতো নেতারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। তৃণমূল কমিটি গড়ে জঙ্গলমহলের বাঁকুড়া-পুরুলিয়াসহ প্রান্তিক এলাকাগুলিকে টার্গেট করেছে। উত্তরবঙ্গের আদিবাসী ভোট ফেরাতেও তারা বিশেষ নজর দিয়েছে এবার।

একুশে আদিবাসীদের ২৪ জনের কমিটি

একুশে আদিবাসীদের ২৪ জনের কমিটি

টিএমসির নয়া কমিটির সভাপতি করা হয়েছে দেবু টুডুকে। কমিটিতে থাকছেন ৬ জন সহ সভাপতি। সাধারণ সম্পাদক ৯ জন। সদস্য কথা হয়েছে ৮ জনকে। এই কমিটিতে উল্লেখযোগ্য নাম জেমস কুজুর, বুলুচিক বারিক, জ্যোৎস্না মান্ডি, পাসাং লামা, রাজেশ লাকড়ার মতো নেতারা রয়েছেন।

আদিবাসীদের তৃণমূল-মুখো করার প্রয়াস

আদিবাসীদের তৃণমূল-মুখো করার প্রয়াস

বাংলায় সাতটি জেলায় আদিবাসীরা ফ্যাক্টর। কুর্মি-সহ একাধিক আদিবাসী জনজাতিকে তাই তৃণমূল-মুখো করার প্রয়াস নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। তৃণমূল সতর্ক হয়েই নেমেছে আদিবাসী ভোটকে ফেরাতে। শুভেন্দুর দখল রয়েছে দক্ষিণবঙ্গের আদিবাসী অধ্যুষিত এলাকায়। আবার তাঁর হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন উত্তরবঙ্গের আদিবাসী নেতাও।

মানুষের দুয়ারে দুয়ারে তৃণমূল নেতারা

মানুষের দুয়ারে দুয়ারে তৃণমূল নেতারা

আদিবাসী ভোটে যাতে ফাটল না ধরে, যাঁরা মুখ ফিরিয়ে নিয়েছেন তাঁদের যাতে ফেরানো যায়, সেই চেষ্টাও শুরু হয়েছে। তৃণমূলের ট্যাবলোয় আদিবাসী সম্প্রদায়ের মানুষজন মমতার সরকারের নানান উন্নয়নের কথা বলবেন। সরকারের দেওয়া বিভিন্ন প্রকল্পের গুণাগুণ তুলে ধরবেন। মানুষের দুয়ারে দুয়ারে যাবেন নেতারা।

মমতার পাশাপাশি অভিষেক স্তূতি দিয়ে শুরু কৌশানী-পিয়ার তৃণমূলে যোগদান! কী বললেন অভিনেত্রীরা

English summary
Mamata Banerjee gives masterstroke in target of tribal vote in 2021 Assembly Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X