• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

মাস্টারস্টোক! অস্ট্রেলিয়া সফরে যাবেন না, কেন হুমকি দিয়েছিলেন রবি শাস্ত্রী

  • |

ডনের দেশের ভারতের ঐতিহাসিক জয় নিয়ে উৎসব চলেছে। রাহানে থেকে শার্দুল, নটরাজন থেকে সিরাজের পরিবারে ভারতের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের আনন্দ অব্যাহত। এর মাঝেই ভারতের অস্ট্রেলিয়া সফর নিয়ে বড়সড় রহস্য ফাঁস!

মাস্টারস্টোক! অস্ট্রেলিয়া সফরে যাবেন না, কেন হুমকি দিয়েছিলেন রবি শাস্ত্রী

ভারতীয় দল অস্ট্রেলিয়া সফর থেকে ফেরার পর ফিল্ডিং কোচ শ্রীধর বড়সড় রহস্য ফাঁস করেছেন৷ অশ্বিনের সঙ্গে ইউটিউবের এক সাক্ষাৎকারে ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফর ও ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় নিয়ে কথা বলেছেন।

ভারতের ফিল্ডিং কোচ জানিয়েছেন পরিবার ইস্যুতে লড়াইতে নেমেছিলেন রবি শাস্ত্রী৷ তিনি অশ্বিনকে জানান, 'সেই সময় আমরা দুবাইয়ে কোয়ারেন্টাইন ছিলাম। তখন অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে মাত্র ৪৮ ঘণ্টা বাকি। হঠাৎই তখন জানা যায় অস্ট্রেলিয়ায় পরিবার নিয়ে যাওয়া যাবে না৷

শ্রীধর আরও জুড়েছেন, 'এই ৪৮ ঘণ্টায় দুবাই, ভারত এবং অস্ট্রেলিয়ায় কথা হতে থাকে৷ আসলে করোনা উদ্বেগের কারণে অস্ট্রেলিয়া সরকার স্ত্রী-পরিবারদের নিয়ে সফরে যেতে না করছিল। এরপর জুমে বৈঠক হয়৷ শাস্ত্রী বিসিসিআইকে পরিষ্কার জানিয়ে দেন যে যদি পরিবারকে নিয়ে যাওয়ার অনুমতি না পাওয়া যায়, তাহলে ভারতীয় দল অস্ট্রেলিয়া সফরে যাওয়া হবে না৷'

রবি শাস্ত্রী আরও বলেন, তিনি ৪০ বছর ধরে অস্ট্রেলিয়া যাচ্ছেন তাঁর চেয়ে ভালো অস্ট্রেলিয়ানদের কেউ চেনে না৷ এরপরই বোর্ড পরিবার নিয়ে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার অনুমতি দেয়৷ শেষ পর্যন্ত ভারতীয় দলের ক্রিকেটাররা পরিবার নিয়েই অজিভূমে গিয়েছিল। সফরে ওডিআই সিরিজ হারলেও টি-২০ ও টেস্ট সিরিজ জিতে রাহানেরা ডনের দেশ ছাড়ে।

English summary
Ravi Shastri forced Australia to take a U-turn said if players' families not allowed, we are not going
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X