ফের গোলকিপিংয়ে বড় ভুল, গোয়ার বিরুদ্ধে হাফ টাইমে পিছিয়ে থেকে মাঠ ছাড়ল কেরালা
আইএসএলে আরও এক ম্যাচে গোলকিপিংয়ের ভুলে হাফ টাইমে পিছিয়ে থেকে মাঠ ছাড়ল কেরালা ব্লাষ্টার্স। ২৫ মিনিটে ডেডবল থেকে গোয়ার হয়ে ওর্টিজ মেন্দোজা গোলের সুযোগ তৈরি করেন। ডেডবল থেকে গোয়ার এই আক্রমণের বিরুদ্ধে, কেরালার গোলকিপার অ্যালবিনো গোমজ বলের গতি বুঝতে একেবারেই ভুল করেন। ফলে ফ্রি-কিক থেকে বাঁক খাওয়ানো শটে মেন্দোজা গোল করে যান। ২৫ মিনিটের এই গোলেই শেষ পর্যন্ত হাফ টাইমে ১-০ এগিয়ে থেকে গোয়া মাঠ ছাড়ল। দ্বিতীয়ার্ধে কিবু ভিবুনার কেরালা ব্লাষ্টার্স ম্যাচে ফিরতে পারে কিনা, সেটাই এখন দেখার।

প্রথমার্ধে গোয়ার হয়ে ডাগআউটে ছিলেন ইগর আনগুলো। তিনি নামলে গোয়া কেরালার বিরুদ্ধে এই গোলব্যবধান বাড়াতে পারেন কিনা, সেই দিকেও চোখ থাকবে। শেষ ম্যাচে এটিকে মোহনবাগানের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে গোয়া ১-১ গোলে মাঠ ছাড়ে। এদিন কেরালা বিরুদ্ধে গোয়ার শেষ স্কোরলাইনের দিকে চোখ ফ্যানেদের। বিশেষ করে ইগর আনগুলো যেখানে চলতি মরসুমে এফসি গোয়ার হয়ে ৯টি গোল করেছেন। সেখানে দ্বিতীয়ার্ধে তিনি মাঠে নামলে সব চোখ তার দিকেই থাকবে, তা বলাই যায়।