বিজেপিতে যোগদানের সম্ভাবনা আরও জোরদার রুদ্রনীলের! মোদীর সঙ্গে সেলফি ফেসবুকে
রুদ্রনীল ঘোষের বিজেপিতে যোগদানের সম্ভাবনা নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে। মাঝে শুভেন্দু অধিকারীর সঙ্গে ঘরোয়া এক অনুষ্ঠানে যোগদানের পর এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সেলফিতে সেই জল্পনার পারদ আরও চড়েছে। নেতাজি-জয়ন্তীর অনুষ্ঠান শেষে চা চক্রে অংশ নিয়ে সেলফি তুলে তা ফেসবুকে পোস্ট করেন রুদ্রনীল।

ভিক্টোরিয়া মেমোরিয়ালের অনুষ্ঠান শেষে বাংলার কলাকুশলীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশেষ করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ইন্রাম্ণী হালদারের সঙ্গে কথা হয় তাঁর। আর রুদ্রনীল ঘোষ প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তোলেন। সেখানে ছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সেই ছবি ফেসবুকে পোস্টও করেন রুদ্রনীল।
সম্প্রতি তৃণমূল-ঘনিষ্ঠ এই অভিনেতার বিজেপি-যোগের জল্পনা জোরদার হয়েছে। তৃণমূলে বেসুরো বাজতে শুরু করেছেন তিনি। সম্প্রতি শুভেন্দু অধিকারীয় সঙ্গে হরিদেবপুরে এক জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেন রুদ্রনীল। সেই অনুষ্ঠানে আরও অনেক তৃণমূল নেতা-নেত্রী ছিলেন। উপস্থিত ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, রথীন চক্রবর্তীরাও। রুদ্রনীলের সঙ্গে কৈলাশ বিজয়বর্গীয় ও শঙ্কুদেব পণ্ডারও কথা হয় বলে জানা গিয়েছে।
এরই মাঝে রাজীব মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন। বৈশালীকে বহিষ্কার করা হয়। আর রুদ্রনীল তাৎপর্যপূর্ণ বার্তায় বলেন, রাজীব যেখানে আমিও সেখানে। এরপর এদিন প্রধানমন্রীিষর চা চক্রে অংশ নিয়ে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সেলফি তোলেন তিনি। এরপর তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তোলার পরও যদি কেউ কিছু ভাবে ভাবুক।
রুদ্রনীল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমি পছন্দ করি। তাঁর অ্যাটিচিউড আমি খুব পছন্দ করি। তাই সুযোগ যখন পেলাম, তাঁর সঙ্গে একটা সেলফি নেওয়ার ইচ্ছাপূরণ করলাম। ছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়ও। সেই ছবি ফেসবুকে পোস্ট করে তিনি বিশেষ বার্তা দিতেও ভুললেন না।