• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

নেতাজিকে ভারতরত্ন দেওযা হোক, চান না তাঁর কন্যা অনিতা বসু পাফ!

নেতাজি সুভাষচন্দ্র বসুকে ভারতরত্ন দেওয়ার দাবির বিরোধিতা করলেন তাঁর কন্যা অনিতা বসু পাফ৷ তাঁর মতে, এতদিন পর তাঁকে ভারতরত্ন দেওয়ার কোনও মানে হয় না৷ কারণ তিনি মনে করেন, এক্ষেত্রে অনেক দেরি হয়ে গেছে৷ ১২৫তম জন্মদিনের ঠিক আগেই নেতাজি সুভাষচন্দ্র বসুকে ভারতরত্ন সম্মান দেওয়ার দাবি উঠেছে৷

এতদিন পর নেতাজিকে ভারতরত্ন সম্মান দেওয়ার দাবির বিরোধিতা

এতদিন পর নেতাজিকে ভারতরত্ন সম্মান দেওয়ার দাবির বিরোধিতা

এই বিষয়ে অনিতা বসু পাফ বলেছেন, 'এতদিন পর নেতাজিকে ভারতরত্ন সম্মান দেওয়ার দাবির আমরা বিরোধিতা জানাই৷ এর আগে কম যোগ্যতা সম্পন্ন বহু মানুষ এই সম্মান পেয়েছেন৷ নেতাজিকে প্রথম ভারতরত্ন দেওয়া হলে সেটাই হত যথাযথ৷ কিন্তু এখন আর সেটা সম্ভব নয়৷' যদিও নেতাজির ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে উচ্চ পর্যায়ের কমিটি গঠনকে স্বাগত জানিয়েছেন তিনি৷ আশা করছেন, যেসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এতে সাধারণ মানুষ কিছুটা হলেও উপকৃত হবেন৷

সিদ্ধান্তে খুশি নেতাজি কন্যা

সিদ্ধান্তে খুশি নেতাজি কন্যা

১২৫তম জন্মজয়ন্তীতে নেতাজি সুভাষচন্দ্র বসুকে বিশেষ শ্রদ্ধা জানিয়েছে রেলমন্ত্রক৷ হাওড়া-কালকা মেলের নাম পরিবর্তন করে তা নেতাজি এক্সপ্রেস করার কথা ঘোষণা করেছে ভারতীয় রেল৷ এই সিদ্ধান্তে খুশি নেতাজি কন্যা৷ তাঁর মতে, রেলমন্ত্রকের এই সিদ্ধান্ত একেবারে যথাযথ৷ তথ্য় অনুযায়ী, ১৯৪১ সালে অন্তর্ধানের পর নেতাজি বিহারের গোমোহ থেকে কালকা মেলে চড়েছিলেন৷

'পরাক্রম দিবস' নাকি 'দেশনায়ক দিবস'

'পরাক্রম দিবস' নাকি 'দেশনায়ক দিবস'

সেই কারণেই ২৩ জানুয়ারি তাঁর জন্মজয়ন্তীতে হাওড়া-কালকা মেলের নাম পরিবর্তন করে নেতাজি এক্সপ্রেস করার সিদ্ধান্ত নিয়েছে রেলমন্ত্রক৷ এদিকে নেতাজির জন্মজয়ন্তী 'পরাক্রম দিবস' নাকি 'দেশনায়ক দিবস' হিসেবে পালিত করা হবে তা নিয়ে কেন্দ্র-রাজ্যের দ্বন্দ্ব প্রকট হয়েছে৷ এই বিষয়ে অনিতা বসু পাফের মন্তব্য, 'দুটো নাম তুলে ধরা হয়েছে৷ এক্ষেত্রে দুই তরফের সহযোগিতা থাকলে ভালো হয়৷'

English summary
Anita Bose Pfaff said that it is too late for Netaji Subhas Chandra Bose to get Bharat Ratna
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X