এবার সৌরভের দাদার হৃদযন্ত্রে অ্যাঞ্জিওপ্ল্যাস্টি! সুস্থ আছেন স্নেহাশিস
কয়েকদিন আগেই অসুস্থ সৌরভ গঙ্গোপাধ্যায়ের হৃদযন্ত্রে স্টেন্ট বসানো হয়েছিল। বিসিসিআই সভাপতির হৃদপিন্ডে আরও দুটি স্টেন্ট বসানো হবে বলে উডল্যান্ডস হাসপাতালের তরফে জানানো হয়েছে। ইত্যাবসরে সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের হৃদযন্ত্রে সফল অস্ত্রোপচার করা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবি সচিবের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।

স্নেহাশিসের অ্যাঞ্জিওপ্ল্যাস্টি
চিকিৎসকদের পরামর্শে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় শুক্রবার কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সিএবি সচিবের হৃদযন্ত্রে অ্যাঞ্জিওপ্ল্যাস্টি সফল হয়েছে বলে জানানো হয়েছে। স্নেহাশিসের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর।

স্নেহাশিস নিজেই জানালেন
মাস তিনেক আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। বেশ কিছুদিন হাসপাতালে কাটিয়ে তিনি বাড়ি ফিরেছিলন। এবার হৃদযন্ত্রে সমস্যা ধরা পড়ায় চিকিৎসক পরামর্শে বাংলার প্রাক্তন ক্রিকেটারকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়। তবে অস্ত্রোপচারের পর নিজেই নিজের সুস্থতার খবর জানিয়েছেন সিএবি সচিব। বলেছেন যে তিনি যত্নে আছেন। খুব শীঘ্র কাজে ফেরার বার্তাও দিয়েছেন স্নেহাশিস।

হাসপাতালে যান ডালমিয়া
অসুস্থ সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে অ্যাপোলো হাসপাতালে যান সভাপতি অভিষেক ডালমিয়া। দুই জনের মধ্যে দীর্ঘক্ষণ কথা হয়। বাংলার প্রাক্তন ক্রিকেটারের স্বাস্থ্য নিয়ে আর কোনও চিন্তার কারণ নেই বলেও জানিয়েছেন ডালমিয়া।

ফের হাসপাতালে ভর্তি হবেন সৌরভ
কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়ের হৃদযন্ত্রে ইতিমধ্যই একটি স্টেন্ট বসানো হয়েছে। বিসিসিআই সভাপতিকে ফের হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ মহারাজের হৃদযন্ত্র আরও দুটি স্টেন্ট বসাতে হবে বলে উডল্যান্ডস হাসপাতালের তরফে জানানো হয়েছে। আগামী সপ্তাহেই এই কাজ সম্পন্ন করা হতে পারে বলে খবর।