কর্নাটকে ভুয়ো ভ্যাকসিন নেওয়ার ভিডিও ভাইরাল, কতটা সত্যি ব্যাখ্যা দিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী
সম্প্রতি কর্নাটকে করোনা ভ্যাকসিন নেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে দুই স্বাস্থ্যকর্মী করোনা টিকা নিচ্ছেন। আসলে তাঁরা টিকা নেওয়ার নাটক করছিলেন বলে ভিডিওটিতে দাবি করা হয়েছে। ৪৩ সেকেন্ডের ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। শেষে পরিস্থিতি সামান দিতে ময়দানে নামতে হয়েছে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে।

কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী দাবি করেছেন ভিডিওটি ভুল ভাবে পরিচালনা করা হয়েছে। বাস্তবে টুমকুরের দুই স্বাস্থ্য আধিকারীকই করোনা টিকা নিয়েছেন। ফটোগ্রাফারদের অনুরোধে তাঁরা দ্বিতীয়বার পোজ দিয়েছিলেন ক্যামেরার সামনে। যদিও সেই দাবি মানতে নারাজ নেটিজেনরা। কারণ কর্নাটকের দুই স্বাস্থ্য আধিকারিকের এই টিকা নেওয়ার ভিডিওটি শেয়ার করেছেন রাজ্যের কংগ্রেস নেতা সলাম নিজামিও। ভিডিওটি শেয়ার করে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশ্ন করেছেন কর্নাটকের কংগ্রেস নেতা। তিনি বলেছেন কেন করোনা টিকাকরণের জন্য ভুয়ো সিরিঞ্জ ব্যবহার করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে জবাব তলব করেছেন কর্নাটকের কংগ্রেস নেতা।
এই নিয়ে প্রবল বিতর্কের পর অবশেষে ভিডিওর সত্যিটা নিয়ে ব্যাখ্যা দিয়েছেন টুমকুরের মুখ্যস্বাস্থ্য আধিকারীক ডাক্তার রজনী এম। তিনি দাবি করেছেন মোদী সরকারের করোনা টিকার পোর্টাল কো-উইন পোস্টালের মধ্যেই টিকা নেওয়ার জন্য তাঁর নাম রয়েছে বলে দাবি করেছেন রাজ্যের মুখ্য স্বাস্থ্য আধিকারীক। যাঁদের সন্দেহ হচ্ছে তাঁরা সেখানে দেখে নিতে পারেন বলে দাবি করেছেন কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী। এখনও পর্যন্ত কর্নাটকে ১,৩৮,৬৫৬ জনকে করোনা টিকা দেওয়া হয়েছে বলে দাবি করেছেন কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী।