একই পরিবারে ২৭ জন স্ত্রী ও ১৫০ জন সন্তান, কিশোরের পোস্ট করা টিকটক ভিডিও ভাইরাল
একটাই পরিবার, তাতে সদস্য সংখ্যা ১৫০ ছাড়িয়েছে! এতটুকু পড়ে অবাক হবেন জানা কথা! এবার পুড়োটা পড়ুন, এই পরিবারের কর্তা একজন, তাঁর ২৭ জন স্ত্রী এবং ১৫০ জন সন্তান! আর পাঁচটা সাধারণ পরিবারের থেকে আলাদা এই পরিবার নিয়েই ভিডিও তৈরি করে টিকটকে ভাইরাল এক কিশোর।

ঘটনা কানাডার। সেখানকার টিকটক দুনিয়ায় জনপ্রিয় এক কিশোর এবার তাঁর পরিবারে ১৫০ জনের বেশি সদস্য থাকার কথা টিকটকের গ্রাহকদের সঙ্গে শেয়ার করে নিলেন। ১৯ বছর বসয়ী এই কিশোরের নাম মার্লিন ব্ল্যাকমোর।
সোশ্যাল মিডিয়ায় মার্লিন তাঁর পরিবারের এই রহস্য তুলে ধরেছেন। খবর ছড়িয়ে পড়তে কানাডার এই পরিবার এখন রীতিমতো জনপ্রিয়। টিকটকে এই ভিডিও এখন ভাইরাল হয়েছে। দ্য সান নামের জনপ্রিয় পত্রিকাও ইতিমধ্যে কানাডার এক পরিবারে বহু সদস্যের এই ধারনা নিয়ে সংবাদ করেছে।
কনটেন ক্রিকেটার ঐ কিশোর ভিডিওত জানিয়েছেন, 'আমি বহুদিন ধরেই আমার পরিবারের এই সিক্রেট নিয়ে ভিডিও করব বলে ভাবছিলাম। শেষ পর্যন্ত সেই সম্ভব হল।'
ভিডিওতে ঐ কিশোর আরও জানিয়ছেন, 'আমার পরিবারের ২৭ জন স্ত্রী রয়েছে, যার মধ্য়ে ২২ জনের সন্তান রয়েছে। এই ২২ জনের মধ্যে আবার ১৬ জনের এখনও বিয়ে হয়নি। আমার পরিবারে নিজের মাকে মাম বলা হয়। আর পরিবারের অন্য মায়েদের তাদের প্রথম নামের সঙ্গে মাদার সহযোগে বলে ডাকা হয়।