কৃষক নেতাদের খুনের পরিকল্পনায় অভিযুক্ত যুবকের ডিগবাজি! ১৮০ ডিগ্রি ঘুরে কী বলল সে?
রাত পার হয়ে সকাল হতেই ডিগবাজি খেলেন যোগেশ৷ শুক্রবার রাতে কৃষক নেতারা তাঁকে পাকড়াও করেছিল৷ কৃষক নেতাদের দাবি ছিল, যোগেশকে চারজন কৃষক নেতাকে খুন করার পরিকল্পনা করে পাঠানো হয়েছিল৷ যোগেশ সংবাদমাধ্যমের সামনে তা স্বীকার করে নেন৷ কিন্তু শনিবার সকালে আবার যোগেশ পালটি খেয়েছেন৷ জানিয়েছেন যে তিনি কিছুই জানেন না৷ তাঁর কোনও দোষ নেই৷

যোগেশের নতুন বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হয়েছে
যোগেশের নতুন বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হয়েছে৷ পুলিশের কাছে দেওয়া যোগেশের বক্তব্যের ভিডিয়ো ভাইরাল হয়েছে৷ সেখানে তিনি দাবি করেছেন যে কৃষকরা তাঁকে দিয়ে জোর করে কৃষকরা ওই কথা বলিয়েছিল৷ তাঁকে দু'দিন আটকে রেখে, মারধর করে খুনের হুমকি দিয়ে এই সব কথা বলানো হয়েছিল বলে যোগেশের দাবি৷ তাঁর কথায়, প্রাণ বাঁচাতে তিনি এই কথা বলেছেন৷ তাঁকে সাংবাদিক বৈঠক করার পর ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল৷

কারা তাঁকে পাঠিয়েছিল
যদিও শুক্রবার আন্দোলনকারী কৃষক নেতাদের পাশে বসে তিনি জানিয়েছিলেন যে তাঁকে কৃষকদের হত্যার পরিকল্পনা নিয়ে পাঠানো হয়েছে৷ তাঁর সঙ্গে ১০ জন রয়েছেন৷ ২৬ জানুয়ারি কৃষক আন্দোলনের সময় তাঁদের গুলি চালাতে বলা হয়েছিল৷ তাহলে পুলিশও পালটা গুলি চালিয়ে এই আন্দোলনকে হিংসাত্মক প্রমাণ করতে পারত৷ তবে কারা তাঁকে পাঠিয়েছিল, এই বিষয়টি স্পষ্ট হয়নি শুক্রবার রাতে৷

যুবক পুলিশের কাছে উলটো দাবি করেছেন
এদিকে এবার অভিযুক্ত ওই যুবক পুলিশের কাছে উলটো দাবি করেছেন৷ সেই দাবি তিনি কারও চাপে করছেন কি না, তা স্পষ্ট নয়৷ কিন্তু ভিডিওতে যোগেশ জানাচ্ছেন, যে তিনি নিজে থেকেই এই কথা বলছেন৷ কেউ তাঁকে উলটো কথা বলতে চাপ দেয়নি৷ হরিয়ানা পুলিশ তদন্ত শুরু করেছে৷ যোগেশের কোন দাবি সঠিক, তা খতিয়ে দেখা হচ্ছে৷