৩৬ রানে অল আউটের পর মাঝরাতে মেসেজ বিরাটের, কীভাবে 'মিশন মেলবোর্ন'-এর পরিকল্পনা শুরু?
অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিতীয়বারের জন্যে টেস্ট সিরিজ জিতলেও ভারতের শুরুটা হয়েছিল খুবই খারাপ ভাবে। অ্যাডিলেডের দ্বিতীয় ইনিংসে ভারত ৩৬ রানে অল আউট হয়ে গিয়েছিল। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটাই ভারতের সর্বনিন্ম দলগত স্কোর। এবার জানা গেল, অ্যাডিলেডের এই ব্যাটিং বিপর্যয়ের দিনই ফিল্ডিং কোচ আর শ্রীধরকে মাঝরাতে মেসেজ করেছিলেন বিরাট। সেদিনই 'মিশন মেলবোর্ন'-এর পরিকল্পনা শুরু হয়েছিল।

ইউটিউব ভিডিও থেকে কী জানা গেল
রবিচন্দ্রন অশ্বিনের ইউটিউব চ্যানেলের শোয়ে ভারতীয় দলের ফিল্ডিং কোচ শ্রীধর, কীভাবে মেলবোর্ন টেস্টের পরিকল্পনা তৈরি হয়েছিল জানিয়েছেন। তাঁর কথায়, 'অ্যাডিলেড টেস্ট হারের দিন মাঝরাতে কোহলি হঠাৎ আমাকে মেসেজ করে কী করছি জানতে চায়। আমি বললাম রবি শাস্ত্রী, আমি, ভরত অরুণ আর বিক্রম রাঠোর একসঙ্গে বসে আছি। ও বলল, দাঁড়াও আমি আসছি। আমি বললাম, কোনও সমস্যা নেই। চলে এসো।'

ফিল্ডিং কোচ কী বললেন
এরপরই শ্রীধর জুড়েছেন, 'কোহলি আসার পর সেদিনই আমরা মিশন মেলবোর্নের পরিকল্পনা শুরু করে দিই। মেলবোর্নে কী দল নামবে তা নিয়ে প্রত্যেকেই ধন্দে ছিলেন। কোহলিই শাস্ত্রীকে বোলিংয়ে শক্তিশালী করতে অনুরোধ করেন ।'

ব্যাটিং নয়, বোলিং শক্তিশালী করাই টার্গেট নিয়েছিল ভারত
শ্রীধর আরও বলেন, 'পরদিন সকালে ফের আরও একবার আলোচনা শুরু হয়। অজিঙ্ককে ডেকে নিয়েছিলেন বিরাট। ৩৬-এ অলআউট হওয়ার পর যে কোনও দলই ব্যাটিং বিভাগ শক্তিশালী করবে। কিন্তু রবি শাস্ত্রী বিরাট এবং অজিঙ্ক মিলে বোলিং শক্তিশালী করার সিদ্ধান্তে একমত হয়।

কোন মাস্টারস্ট্রোকে মেলবোর্ন টেস্ট জয়
ভারতীয় ফিল্ডিং কোচের সংযোজন, 'ঠিক এই কারণেই মেলবোর্ন টেস্টে বিরাটের পরিবর্ত হিসেবে রবীন্দ্র জাদেজাকে বেছে নেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত মেলবোর্ন টেস্টে যা মাস্টারস্ট্রোক হয়ে দাঁড়ায়।